একই প্ল্যানে মোবাইল, ব্রডব্যান্ড ও ডিটিএইচ ব্যবহারের সুবিধা দিচ্ছে এয়ারটেল

By Gizbot Bureau
|

জিও-র সঙ্গে প্রতিযোগিতায় নতুন প্ল্যান নিয়ে এল এয়ারটেল। এয়ারটেল হোল প্ল্যানে সব ধরনের এয়ারটেল পরিষেবা একসঙ্গে ব্যবহার করা যাবে। ইতিমধ্যেই এই বিভাগে ৮৯৯ টাকা ও ১,৩৯৯ টাকা প্ল্যান রয়েছে। এবার ১,৮৯৯ টাকার হোম প্ল্যান নিয়ে হাজির হল টেলিকম কোম্পানিটি।

একই প্ল্যানে মোবাইল, ব্রডব্যান্ড ও ডিটিএইচ ব্যবহারের সুবিধা দিচ্ছে

এয়ারটেল হোম ১,৮৯৯ টাকা প্ল্যানে এয়ারটেলের বিভিন্ন পরিষেবা ব্যবহারে ছড় পাওয়া যাবে। এই প্ল্যানের সঙ্গে মিলবে ১০০ এমবিপিএস স্পিডে ৫০০ জিবি ডেটা। সঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড কল। এয়ারটেল ডিটিএইচ গ্রাহকরা ১৪০টি এইচডি ও এসডি চ্যানেল দেখতে পাবেন। পোস্টপেড গ্রাহকরা মাসে ৭৫গব ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস ও আনলিমিটেড কল করতে পারবেন। সঙ্গে দুই জন পোস্টপেড গ্রাহককে যোগ করা যাবে। সেই দুই গ্রাহক মাসে ১০গব ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস ও আনলিমিটেড কল করতে পারবেন।

সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ মূল্যায়ন করতে বিশেষ টুল নিয়ে এসেছে এয়ারটেল। অ্যাপোলোর হাসপাতালের সঙ্গে হাত মিলিয়ে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে পৌঁছে গেল করোনাভাইরাস সেলফ-অ্যাসেসমেন্ট টুল। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে এয়ারটেল। সাধারণ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি সম্পর্কে ওয়াকিবহাল করাবে এয়ারটেল। মাই জিও অ্যাপ থেকে ইতিমধ্যেই একই কাজ করতে পারেন জিও গ্রাহকরা।

এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের কোভিড ১৯ টুল ব্যবহার করে সহজেই ভাইরাস সংক্রমণের ঝুঁকি মূল্যায়ন করা যাবে। সংক্রমণের ঝুঁকি থাকছে অ্যাপোলো ২৪।৭ এর সঙ্গে বিনামূল্যে যোগাযোগ করে পরামর্শ চাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিধি মেনে কীভাবে সুরক্ষিত থাকা সম্ভব তা জানাবে এই অ্যাপ।

গ্রাহকের প্রশ্নের উত্তর দিচ্ছেন ১০০ জন ডাক্তার। যদি কোন গ্রাহককে কোভিড ১৯ টেস্ট করতে হয় সেই ক্ষেত্রে অনুমোদিত পরীক্ষা কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel Home All In One Plan For Rs 1,899: Complete Offering

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X