এয়ারটেল, জিও ও ভির ৮৪ দিন ভ্যালিডিটির প্ল্যানগুলি দেখে নিন

By Gizbot Bureau
|

নিয়মিত রিচার্জ করার ঝামে থেকে মুক্তি পেতে অনেকেই ৮৪ দিন ভ্যালিডিটির প্ল্যান রিচার্জ করতে পছন্দ করেন। মাত্র ৩৭৯ টাকা থেকে এয়ারটেলের ৮৪ দিন ভ্যালিডিটির প্ল্যান শুরু হচ্ছে। ৮৪ দিন প্ল্যানের সঙ্গে হাই স্পিড ডেটার সঙ্গে টেলিকম কোম্পানিগুলি আনলিমিটেড কল ও স্ট্রিমিংয়ের সুবিধা দেয়। এয়ারটেলের প্ল্যানের সঙ্গে মিলবে অতিরিক্ত ডেটা কুপন। এক নজরে সব কোম্পানির ৮৪ দিন ভ্যালিডিটির প্রিপেড প্ল্যানগুলি দেখে নিন।

 
এয়ারটেল, জিও ও ভির ৮৪ দিন ভ্যালিডিটির প্ল্যানগুলি দেখে নিন

এয়ারটেল ৩৭৯ টাকা প্রিপেড প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটড কলের সঙ্গেই মিলবে মোট ৬জিবি ডেটা। সঙ্গে থাকছে মোট ৯০০ এসএমএস। এছাড়াও এয়ারটেল এক্সট্রিম ও উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশন পাওয়া যাবে। থাকছে বিনামূল্যে হেলোটিউন ব্যবহারের সুযোগ, সাউ অ্যাকাডেমি সাবস্ক্রিপশন ও ফাস্ট্যাগ রিচার্জে ক্যাশব্যাক।

 

এয়ারটেল ৫৯৮ টাকা প্রিপেড প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটড কলের সঙ্গেই মিলবে প্রতিদিন ১.৫জিবি ডেটা। এছাড়াও এয়ারটেল এক্সট্রিম ও উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশন পাওয়া যাবে। থাকছে বিনামূল্যে হেলোটিউন ব্যবহারের সুযোগ, সাউ অ্যাকাডেমি সাবস্ক্রিপশন ও ফাস্ট্যাগ রিচার্জে ক্যাশব্যাক। এয়ারটেল থ্যাংকস অ্যাপ থেকে রিচার্জ করলে ৪জিবি ডেটা কুপন বিনামূল্যে পাওয়া যাবে।

এয়ারটেল ৬৯৮ টাকা প্রিপেড প্ল্যান: এই প্ল্যানে প্রতিদিন ২জিবি হাই স্পিড ডেটা ব্যবহার করা যাবে। বাকি সব সুবিধা উপরের প্ল্যানের সঙ্গে একই। এয়ারটেল থ্যাংকস অ্যাপ থেকে রিচার্জ করলে ৬জিবি ডেটা কুপন বিনামূল্যে পাওয়া যাবে।

জিও ৫৫৫ টাকা প্রিপেড প্ল্যান: এই প্ল্যানে থাকছে প্রতিদিন ১.৫জিবি ডেটা, আনলিমিটেড কল ও সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা। এছাড়াও প্রতিদিন ১০০ এসএমএস পাবেন গ্রাহক।

জিও ৫৯৯ টাকা প্রিপেড প্ল্যান: এই প্ল্যানে থাকছে প্রতিদিন ২জিবি ডেটা, আনলিমিটেড কল ও সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা। এছাড়াও প্রতিদিন ১০০ এসএমএস পাবেন গ্রাহক।

ভি ৩৭৯ টাকা প্রিপেড প্ল্যান: এয়ারটেলের মতোই ৩৭৯ টাকা প্ল্যানে মোট ৬জিবি শেটা দিচ্ছে ভি। সঙ্গে থাকছে আনলিমিটেড কল।

ভি ৬৯৯ টাকা প্রিপেড প্ল্যান: এই প্ল্যানে মিলবে প্রতিদিন ৪জিবি ডেটা। থাকছে উইকএন্ড ডেটা রোলওভার। এছাড়াও আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ এসএমএস করা যাবে।

ভি ৭৯৯ টাকা ও চি ৮১৯ টাকা প্রিপেড প্ল্যান: এই দুই প্ল্যানেই প্রতিদিন ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে আনলিমিটড কল। ৭৯৯ টাকা প্ল্যানে জি৫ সাবস্ক্রিপশন বিনামূল্যে মিলবে। অন্যদিকে ৮১৯ টাকা প্ল্যানে ভিভো স্মার্টফোন গ্রাহকরা এক বছর ওয়্যারিন্টি পাবেন। দুই প্ল্যানেই রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট ডেটা ব্যবহারের সুযোগ থাকছে।

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel, Jio, Vi: Comparing Recharge Plans For 84 Days Validity

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X