গ্রাহকের দরজায় নতুন সিম পৌঁছে দিচ্ছে এয়ারটেল, জিও ও ভি

By Gizbot Bureau
|

রিচার্জ থেকে নতুন সিম, এখন অনলাইনেই সব করা সম্ভব। সম্প্রতি ভারতের গ্রাহকদের জন্য নতুন সিম নেওয়া আরও সহজ করে দিয়েছে টেলিকম কোম্পানিগুলি। এয়ারটেল, জিও, ভি এখন অনলাইনে সিম কেনার সুযোগ করে দিয়েছে। শুধুমাত্র নতুন সিম কেনা নয়, এখন নিজের নম্বর বাড়ি বসেই অন্য নেটওয়ার্কে পোর্ট করা যাচ্ছে। দেখে নিন অনলাইনে নতুন সিম কার্ড কিনবেন কীভাবে?

 
গ্রাহকের দরজায় নতুন সিম পৌঁছে দিচ্ছে এয়ারটেল, জিও ও ভি

রিলায়েন্স জিও সিম কার্ড

 

জিওর নতুন সিম কার্ড কিনতে https://bit.ly/2PJk3ql ওয়েবসাইট ওপেন করুন। এবার আপনার নাম ও ফোন নম্বর দিতে হবে। এই নম্বরে একটি ওপিটি যাবে। এখানে নতুন কানেকশন নেবেন না পুরনো নম্বর পোর্ট করবেন তা সিলেক্ট করুন। এর পরে নিজের নাম ও ঠিকানা সহ সব তথ্য আপডেট করুন। সব শেষে 'সাবমিট নিউ জিও সিম রিকুয়েস্ট' বাটন সিলেক্ট করুন।

এর পরে আপনার বাড়িতে এসে কেওয়াইসি করবেন এক জিও প্রতিনিধি। চাইলে আপনি সেই সময় জিও প্রতিনিধিকে পেমেন্ট করতে পারবেন। প্রিপেড ছাড়াও অনলাইনে পোস্টপেড সিমও কেনা যাবে।

ভি সিম কার্ড

অনলাইনে নতুন ভি সিম কার্ড কিনতে https://bit.ly/2Ri4Qgz ওয়েবসাইটে লগ ইন করুন। এর পরে আপনি সব প্রয়োজনীয় তথ্য দিলে ৪৮ ঘণ্টার মধ্যে আপনার বাড়িতে সিম কার্ড পৌঁছে দেবে ভি। এছাড়াও আপনি নির্দিষ্ট কোন নম্বর চাইলে তা বাছাই করার সুযোগ থাকছে। এর পরে আপনার পছন্দের সময়ে আপনার বাড়ি গিয়ে কেওয়াইসি করে আসবে কোম্পানির প্রতিনিধি। এর ২৪ ঘণ্টা পরে আপনার সিম কার্ড অ্যাকটিভেট হয়ে যাবে।

এয়ারটেল সিম কার্ড

অনলাইনে এয়ারটেল সিম কার্ড কিনতে https://www.airtel.in/prepaid-4g-sim/ ওয়েবসাইটে লগ ইন করুন। নতুন সিম নেওয়ার সময় বিভিন্ন প্ল্যান পছন্দ করতে পারবেন। আপনার রিকুয়েস্ট সাবমিট করলে আপনার বাড়ি এসে কেওয়াইসি করবে কোম্পানির প্রতিনিধি। কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে অর্ডার করার এক দিনের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে নতুন সিম।

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel, Jio Vi Offering SIM Card Directly To Home; Here’s How To Book Yours

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X