বিনামূল্যে ৩ মাস ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিচ্ছে এয়ারটেল

By Gizbot Bureau
|

এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর। সাম্প্রতিক অফারে গ্রাহকদের বিনামূল্যে তিন মাস ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি। নির্বাচিত গ্রাহকরা এয়ারটেল থ্যাংকস অ্যাপ থেকে এই সুবিধা পাবেন। ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে ১২৯ টাকা খরচ হয়। বিনিময়ে মেলে বিজ্ঞাপন ছাড়াও ইউটিউব ব্যবহারের সুযোগ। এছাড়াও থাকে ইউটিউব মিউজিক ও অফলাইন স্ট্রিমিংয়ের সুবিধা।

বিনামূল্যে ৩ মাস ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিচ্ছে এয়ারটেল

২০২১ সালের ২২ এপ্রিল পর্যন্ত এই অফার বৈধ থাকবে। কয়েকদিন আগেই নিঃশব্দে গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে এয়ারটেল।

কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে শুধুমাত্র নতুন ইউটিউব গ্রাহকরা এই সুবিধা পাবেন। অর্থাৎ ইতিমধ্যেই আপনার ইউটিউব সাবস্ক্রিপশন থাকলে আপনি এই অফারে বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম ব্যবহারে বঞ্চিত হবেন।

এয়ারটেল থ্যাংকস অ্যাপ থেকে গ্রাহকদের নতুন অফার সম্পর্কে জানানো হচ্ছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে আগামী ছয় মাসের মধ্যে সব গ্রাহকের কাছে এই অফারের প্রোমো কোড পাঠিয়ে দেওয়া হবে।

বিনামূল্যে সাবস্ক্রিপশন শেষ হলে নিজে থেকেই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের দাম নেওয়া শুরু হবে। যদিও বিনামূল্যে সাবস্ক্রিপশন শেষ হওয়ার আগেই গ্রাহক চাইলে তা বন্ধ করে দিতে পারবেন। ।

ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনে থাকছে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার সুযোগ। এছাড়াও ব্যাকগ্রাউন্ড প্লে করা যাবে। গ্রাহক চাইলে অফলাইন প্লে ব্যাক ও ইউটিউব মিউজিক ব্যবহার করতে পারবেন। এই সব ফিচার ব্যবহারের জন্য গ্রাহককে মাসে ১২৯ টাকা খরচ করতে হবে।

এছাড়াও সম্প্রতি গ্রাহকদের বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন দিচ্ছিল এয়ারটেল। ব্রডব্যান্ড ও পোস্টপেড গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন। ৯৯৯ টাকা অথবা বেশি দামের ব্রডব্যান্ড প্ল্যান এবং ৪৯৯ টাকা অথবা বেশি দামের পোস্টপেড প্ল্যানের গ্রাহকরা এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন ব্যবহার করত পারবেন।

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel Now Offers Free YouTube Premium Subscription: Terms And Conditions.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X