লেস, কুরকুরে ও আঙ্কল চিপসের প্যাকেটে বিনামূল্যে মিলবে ৪জি ডেটা

By Gizbot Bureau
|

এবার লেস চিপস, কুরকুরে, আঙ্কল চিপস ও ডোরিটসের প্রত্যেক প্যাকে বিনামূল্যে ৪জি ডেটা পাবেন এয়ারটেল প্রিপেড গ্রাহকরা। ১০ টাকার প্যাকের সঙ্গে মিলবে ১জিবি ডেটা। অন্যদিকে ২০ টাকার প্যাকে ২জিবি ডেটা বিনামূল্যে পাবেন গ্রাহকরা। সম্প্রতি পেপসি কো'র সঙ্গে হাত মিলিয়ে প্রিপেড গ্রাহকদের জন্য এই বিশেষ সুবিধা নিয়ে এসেছে ভারতি এয়ারটেল।

লেস, কুরকুরে ও আঙ্কল চিপসের প্যাকেটে বিনামূল্যে মিলবে ৪জি ডেটা

সম্প্রতি এয়ারটেলের তরফ থেকে জানানো হয়েছে মোবাইল ডেটা ব্যবহারের প্রবণতা আগের থেকে অনেকটা বেড়েছে। চলতি বছর জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে এয়ারটেল নেটওয়ার্কে গ্রাহক প্রতি ১৬.৩জিবি ডেটা ব্যবহার হয়েছে। যা আগের থেকে ৪০ শতাংশ বেশি।

প্রত্যেক লেস চিপস, কুরকুরে, আঙ্কল চিপস ও ডোরিটসের প্যাকের সঙ্গে একটি কুপন কোড পাওয়া যাবে। এই কোড রিডিম করে এয়ারটেল গ্রাহকরা বিনামূল্যে ৪জি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। গ্রাহক এয়ারটেল থ্যাংকস অ্যাপে লগ ইন করে মাই কুপন বিভাগ থেকে কুপন রিডিম করতে পারবেন। যদিও এই ডেটা তিন দিনের মধ্যে খরচ না করলে তা গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাবে।

সম্প্রতি এক অনুষ্ঠানে মোবাইল ডেটার দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন এয়ারটেল প্রধান সুনীল মিত্তল। তিনি জানিয়েছিলেন এত কম দামে গ্রাহককে পরিষেবা দিয়ে দীর্ঘ সময়ে ব্যবসায় টিকে থাকা সম্ভব নয়। তিনি আগামী ছয় মাসের মধ্যেই ডেটার দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন।

এয়ারটেল প্রধান বলেছেন ১৬০ টাকায় ১৬জিবি ডেটার পরিবর্তে ১.৬জিবি ডেটা মিলতে পারে। তিনি বলেন, “১৬০ টাকা দিয়ে এক মাসে ১৬জিবি ডেটা ব্যবহার এক দুঃখজনক ঘটনা।”

মার্কিন দুনিয়ায় ১৬ জিবি ডেটা ব্যবহারের জন্য ৫০-৬০ ডলার খরচ করতে হয়। সেখানে ভারতে মাত্র ২ ডলারের কিছু বেশি দামে একই পরিমাণ ডেটা ব্যবহার করা যায়। এও কম দামে লম্বা সময়ে ব্যবসা টিকিয়ে রাখা সমস্যা বলেই মনে করেন মিত্তল।

গ্রাহক প্রতি গড় আয়ের নিরিখে টেলিকম কোম্পানির আয়ের হিসাব করা হয়। মিত্তল বলেন আগামী ছয় মাসে গ্রাহক প্রতি মাসিক গয় আয়ের পরিমাণ ২০০ টাকার বেশী করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel, Pepsi Sign Deal Offering 4G Packs With Pepsi Snacks

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X