সব প্রিপেড প্ল্যানের দাম বাড়াল এয়ারটেল, দেখে নিন নতুন ট্যারিফ

By Gizbot Bureau
|

টেলিকম দুনিয়ায় ফের একবার পরিষেবার দাম বাড়তে চলেছে। এবার প্রিপেড প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারতি এয়ারটেল। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে প্রিপেড প্ল্যানের দাম ২০ টাকা থেকে ৫০১ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানির লাভের অংশ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে এয়ারটেল। এর ফলে গ্রাহক প্রতি কোম্পানির আয় বাড়বে। ২৬ নভেম্বর থেকে নতুন দাম প্রযোজ্য হবে।

সব প্রিপেড প্ল্যানের দাম বাড়াল এয়ারটেল, দেখে নিন নতুন ট্যারিফ

এয়ারটেলের সব থেকে বেশি দামের প্ল্যান ২,৪৯৮ টাকার দাম বেড়ে হচ্ছে ২,৯৯৯ টাকা। এই প্ল্যানে ৩৬৫ দিনের বৈধতার সঙ্গেই প্রতিদিন ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও রয়েছে প্রতিদিন ১০০ এসএমএস ও আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কলিং। এছাড়াও ১,৪৯৮ টাকা প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ১,৭৯৯ টাকা। এই প্ল্যানে ২,৯৯৯ টাকা প্ল্যানের সব সুবিধা পাওয়া যাবে। তবে প্রতিদিন ২জিবি ডেটার পরিবর্তে ১,৭৯৯ টাকা রিচার্জে মিলবে মোট ২৪গব ডেটা। একই সঙ্গে ৬৯৮ টাকা এয়ারটেল প্রিপেড প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৮৩৯ টাকা। এই প্ল্যানেও ২,৯৯৯ টাকা প্ল্যানের সব সুবিধা পাওয়া যাবে। তবে ৮৩৯ টাকা প্ল্যানে ৮৪ দিন বৈধতা পাওয়া যাবে।

এদিকে ৫৯৮ টাকা এয়ারটেল প্রিপেড প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৭১৯ টাকা। এই প্ল্যানেও ৮৪ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে থাকছে প্রতিদিন ১.৫জিবি ডেটা ব্যবহারের সুযোগ। ৫৪৯ টাকা প্ল্যানের দাম বেড়েছে ১০০ টাকা। ৩৯৯ টাকা রিচার্জ করতে এবার থেকে ৪৭৯ টাকা খরচ করতে হবে। এই প্ল্যানে ৭১৯ টাকার সব সুবিধা পাওয়া যাবে। তবে মিলতে ৫৬ দিন ভ্যালিডিটি। ২৬ নভেম্বর থেকে এয়ারটেলের অফিশিয়াল ওয়েবসাইট অন্যান্য থার্ড পার্টি অ্যাপ ও রিটেল স্টোর থেকে রিচার্জ করলে নতুন ট্যারিফ প্রযোজ্য হবে।

এছাড়াও ৪৮ টাকা, ৯৮ টাকা ও ২৫১ টাকা ডাটা প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৫৮ টাকা, ১১৮ টাকা ও ৫০১ টাকা।এই প্ল্যানগুলিতে যথাক্রমে ৩জিবি, ১২জিবি ও ৫০জিবি ডেটা ব্যবহার করা যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel Prepaid Plans Hike: Which Is The Best Plan For You Now?

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X