প্রিপেড রিচার্জে আরও বেশি ডেটা দিচ্ছে এয়ারটেল

|

গত কয়েক মাসে প্রিপেড মোবাইলের প্ল্যানে বিপুল পরিবর্তন এসেছে। এক ধাপে অনেকটাই কমেছে মোবাইল প্ল্যানের দাম। সম্প্রতি আগের থেকে অনেক কম দামে অনেক বেশি সুবিধা পাওয়া যাচ্ছে। জিও, এয়ারটেল, ভোডফাফোন এর মধ্যে নিরন্তর লড়াইয়ে আখেরে লাভবান হচ্ছেন গ্রাহকরা। জিওকে বেগ দিতে প্রিপেড প্ল্যানে আগের থেকে বেশি সুবিধা দিতে শুরু করল এয়ারটেল। জিওর ১৯৮ টাকা রিচার্জকে টেক্কা দিতে ১৯৯ টাকা প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা আগের থেকে বেশি সুবিধা পাবেন।

প্রিপেড রিচার্জে আরও বেশি ডেটা দিচ্ছে এয়ারটেল

আগে ১৯৯ টাকা প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা দিনে 1.4 GB ডেটা পেতেন। এবার একই প্ল্যানে দিনে 1.5 GB ডেটা ব্যবহার করা যাবে। এর সাথেই রয়েছে আনলিমিটেড লোকাল ন্যাশানাল আর রোমিং কল আর দিনে ১০০ টি SMS ব্যবহারের সুবিধা। এয়ারটেল ১৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। টেলিকমটকে এক রিপোর্টে সাজানো হয়েছে সারা ভারতের ২২ টি সার্কেলের সব এয়ারটেল গ্রাহক ১৯৯ টাকা প্ল্যানে অতিরিক্ত সুবিধা পাবেন।

১৯৮ টাকা প্ল্যানে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল করতে দেয় জিও। সাথে রয়েছে দিনে ১০০ টি SMS আর সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ। জিও ১৯৮ টাকা প্ল্যানে দিনে 2 GBডেটা ব্যবহার করা যায়। ১৯৮ টাকা জিও প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। অর্থাৎ জিও ১৯৮ টাকা প্ল্যানে 56 GB ডেটা ব্যবহার করা যায়। অন্যদিকে এয়ারটেল ১৯৯ টাকা প্ল্যানে ব্যবহার করা যাবে 42 GB ডেটা।

এছাড়াও সম্প্রতি ২৪৯ টাকার প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল। এই প্ল্যানে দিনে 2GB ডাটা ব্যবহার করা যায়। এর সাথেই থাকছে আনলিমিটেড কল, ১০০ টি SMS ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।o

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel revises Rs 199 recharge plan to offer more data but Jio Rs 198 plan still better

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X