৪৯৯ টাকায় ৮২ দিনের জন্য রোজ ২ জিবি করে ডেটা দিচ্ছে এয়ারটেল

By Sabyasachi Chakraborty
|

টেলিকম সংস্থাগুলির মধ্যে জিওর সৌজন্যে চলছে ট্যারিফ ওয়্যার। কে কত নতুন প্ল্যান আনতে পারে, কে কত কম খরচে ভাল ভাল পরিষেবা দিতে পারে, চলছে কম্পিটিশন। আইপিএল ২০১৮-কে মাথায় রেখেও মোবাইল সংস্থাগুলি বেশ কিছু প্ল্যান এনেছে। ৪৯৯ টাকায় নতুন প্রিপেড প্ল্যান বাজারে আনল এয়ারটেল। ভ্যালিডিটি ৮২ দিন। ১৬৪জিবি ৪জি ডেটা মিলবে এতে।

৪৯৯ টাকায় ৮২ দিনের জন্য রোজ ২ জিবি করে ডেটা দিচ্ছে এয়ারটেল

রোজ ২ জিবি করে ডেটা। আনলিমিটেড ভয়েস কল, ১০০ এসএমএস রোজ ফ্রি।

এর আগে রিলায়েন্স জিও ৪৯৮-এর প্ল্যান এনেছিল। সেখানে ২জিবি করে ডেটা মিলছিল। সঙ্গে আনলিমিটেড কল আর ১০০ এসএমএস ফ্রি। জিওর প্ল্যান ছিল ৯১দিনের। এয়ারটেলেরটা ৮২দিনের।

অবশ্যই নির্দিষ্ট কিছু প্রিপেড ব্যবহারকারীর জন্য এয়ারটেলের এই প্ল্যান। কয়েকটি সার্কেলেই শুধু মিলছে এই পরিষেবা। যদিও জিও কিন্তু গোটা দেশের গ্রাহকদের জন্যই তাদের প্ল্যান এনেছিল।

স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, জিও-র চাপেই এই সব প্ল্যান আনতে বাধ্য হচ্ছে ভারতী এয়ারটেল। এছাড়াও IPL 2018 live streaming অফার এনেছে এয়ারটেল। এয়ারটেল টিভি অ্যাপ থেকে সেটি হটস্টারের লাইভ স্ট্রিমিং ফ্রি করে দিচ্ছে। যারা শুধুমাত্র এয়ারটেলের ওপরেই নির্ভরশীল তাদের জন্য এই অফার। যাই হোক, জিওকে টক্কর দিতে আরও বেশ কিছু নতুন নতুন প্ল্যান আনবে এয়ারটেল।

কয়েকদিন আগেই কিছু কিছু সার্কেলে 4G VoLTE পরিষেবা দিয়ে খবরে এসেছিল এয়ারটেল। সম্প্রতি বিটা প্রোগ্রামের কথা ঘোষণা করেছে সংস্থা। এই পরিষেবা কেমন হচ্ছে, সেটি পরীক্ষানীরিক্ষায় কেউ যদি শরিক হন, তাকে ৩০জিবি ডেটা ফ্রি দিচ্ছিল এয়ারটেল।

ইউরোপে ফেসবুকের সঙ্গে ডেটা শেয়ার নয়, রাজি হোয়াটসঅ্যাপইউরোপে ফেসবুকের সঙ্গে ডেটা শেয়ার নয়, রাজি হোয়াটসঅ্যাপ

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel has announced a new prepaid plan priced at Rs. 499 offering 2GB of 4G data per day, unlimited voice calls and 100 SMS per day. This plan offers unlimited voice calls without any FUP as well.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X