Just In
এক বছর ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এল এয়ারটেল
সম্প্রতি এক বছর ভ্যালিডিটির প্ল্যান লঞ্চ করেছে জিও, ভোডাফোন ও এয়ারটেল। এবার বাজারে টিকে থাকতে ৩৬৫ দিন ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এল এয়ারটেল। নতুন প্ল্যানে এয়ারটেল গ্রাহক দিনে 1GB ডেটা ব্যবহার করতে পারবেন। সাথে থাকবে আনলিমিটেড কল আর SMS এর সুবিধা।

১৬৯৯ টাকা প্ল্যানে ৩৬৫ দিন ভ্যালিডিটি দেবে এয়ারটেল। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কলের সুবিধা। ১৬৯৯ টাকা প্ল্যানে আনলিমিটেড কলের সাথেই দিনে 1GB ডেটা আর ১০০ টি SMS ব্যবহার করা যাবে।
দেশের সব টেলিকম সার্কেলে নতুন ১৬৯৯ টাকার প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল। উপরের সুবিধার সাথেই এই প্ল্যানে এক বছর বিনামূল্যে এয়ারটেল টিভি প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে পারবেন গ্রাহক।
জিও নেটওয়ার্কেও ১৬৯৯ টাকায় ৩৬৫ দিন ভ্যালিডিটি পাওয়া যায়। তবে এয়ারটেলে দিনে 1GB ডেটা পাওয়া গেলেও জিও ১৬৯৯ টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যায়। সাথে আনল্মিটেড কল, দিনে ১০০ টি SMS আর বিনামূল্যে প্রিমিয়াম অ্যাপ ব্যবহার করতে দেয় জিও।
এছাড়াও ১৪৯৯ টাকায় সম্প্রতি ৩৬৫ দিন ভ্যালিডিটির প্ল্যান নিয়েছে ভোডাফোন। এই প্ল্যানে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কলের সুবিধা। ১৬৯৯ টাকা প্ল্যানে আনলিমিটেড কলের সাথেই দিনে 1GB ডেটা আর ১০০ টি SMS ব্যবহার করা যাবে।
সম্প্রতি ১৯৯ টাকায় আগের থেকে বেশি ডেটা দিতে শুরু করেছে এয়ারটেল। আগে ১৯৯ টাকা প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা দিনে 1.4 GB ডেটা পেতেন। এবার একই প্ল্যানে দিনে 1.5 GB ডেটা ব্যবহার করা যাবে। এর সাথেই রয়েছে আনলিমিটেড লোকাল ন্যাশানাল আর রোমিং কল আর দিনে ১০০ টি SMS ব্যবহারের সুবিধা। এয়ারটেল ১৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। টেলিকমটকে এক রিপোর্টে সাজানো হয়েছে সারা ভারতের ২২ টি সার্কেলের সব এয়ারটেল গ্রাহক ১৯৯ টাকা প্ল্যানে অতিরিক্ত সুবিধা পাবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470