গুগুলের পর এবার একই কাজ করে দেখালো অ্যাপেল

|

এই মাসের শুরুতে অ্যাপেল জানিয়েছে অবশেষে বিশ্বব্যাপী সব অ্যাপেল অফিসে ১০০ শতাংশ রিনিউএবেল এনার্জি ব্যাবহার শুরু করেছে তারা। ৪৩ টি দেশের অ্যাপেল রিটেল স্টোর, অফিস, ডাটা সেন্টার চলছে রিনিউএবেল এনার্জি দিয়ে যা পরিবেশে কোন দুষণ তৈরী করবে না।

গুগুলের পর এবার একই কাজ করে দেখালো অ্যাপেল

এছারাও ৯টি অয়াপেলের সহযোগী ম্যানুফ্যাকচারিং পার্টনার এই রিনিউএবেল এনার্জি ব্যাবহারে সম্মত হয়েছে।

“এই পৃথিবীকে আগের থেকে ভালো অবস্থায় নিয়ে যেতে বদ্ধপরিকর আমরা” বলে জানিয়েছেন অ্যাপেল সিইও টিম কুক। তিনি আরও বলেন “বহু বছরের কষ্টের পর আজ আমরা এই জায়গাতে পৌঁছতে পেরেছি। ”

গত ডিসেম্বরে গুগুল জানিয়েছিল ১০০ শতাংশ রিনিউএবেল এনার্জি ব্যাবহারে সক্ষম হয়েছে তারা। এবার চার মাস পরে একই ঘোষনা করলো গুগুলের প্রতিযোগী অ্যাপেল।

অ্যাপেল ও তাদের সহযোগী কোম্পানিগুলি একত্রিত ভাবে বিশ্বব্যাপী তৈরী করেছে সোলার অ্যারে ও উইন্ড ফার্ম। এছাড়াও তৈরী হয়েছে বায়োগ্যাস ফুয়েল সেল মাইক্রো হাইড্রো গেনারেশান সিস্টেম ও এনার্জি স্টোরিং টেকনোলজি।

অ্যাপেল জানিয়েছে এখন বিশ্বব্যাপী তাদের ২৫ টি রিনিউএবেল এনার্জি প্রজেক্ট রয়েছে যেখানে ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ তৈরী করা সম্ভব। এছাড়াও আরও ১৫ টি প্রজেক্ট তৈরী হচ্ছে। এই প্রজেক্টগুলি শেষ হলে বিশ্বব্যাপী ১১টি দেশে ১.৪ গিগাওয়াট বিদ্যুৎ তৈরীতে সক্ষম হবে অ্যাপেল।

ভারতে লঞ্চ হল ট্রিপর রিয়ার ক্যামেরা ফোন Huawei P20 Pro আর ডুয়াল রিয়ার ক্যামেরা ফোন P20 Liteভারতে লঞ্চ হল ট্রিপর রিয়ার ক্যামেরা ফোন Huawei P20 Pro আর ডুয়াল রিয়ার ক্যামেরা ফোন P20 Lite

Best Mobiles in India

Read more about:
English summary
All Apple facilities now powered by 100% renewable energy. Google announced the same back in December last year

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X