জিও –র কম জনপ্রিয় এই প্ল্যানগুলি দেখে নিন

By Gizbot Bureau
|

জিও নেটওয়ার্কে আনলিমিটেড কল ও দিনে ১০০ টি এসএমএস এর সাথেই থাকছে দিনে নির্দিষ্ট পরিমান ডেটা ব্যবহারের সুযোগ। দিনের ডেটা শেষ হলে ইন্টারনেট ব্যবহার করা গেলেও স্পিড অস্বাভাবিক কমে যায়। এর ফলে ইন্টারনেট ব্যবহার প্রায় অসম্ভব হয়ে পরে। কিন্তু দিনের শেষে ডেটা শেষ হওয়ার পরে জরুরি কাজ করতে হলে কী করবেন? সেই জন্যই একাধিক ৪জি ডেটা টপ আপ নিয়ে এসেছে মুকেশ আম্বানির কোম্পানি।

 
জিও –র কম জনপ্রিয় এই প্ল্যানগুলি দেখে নিন

টকটাইম রিচার্জ

১০ টাকা রিচার্জ

 

জিও প্রিপেডে ১০ টাকা রিচার্জে ৭.৭০ টাকা টকটাইম পাওয়া যাবে। যত দিন খুশি এই টাকা ব্যবহার করা যাবে।

২০ টাকা রিচার্জ

২০ টাকায় ১৫.৩৯ টাকা টকটাইম পাওয়া যাবে। যতদিন খুশি এই ব্যালেন্স ব্যবহার করা যাবে।

৫০ টাকা রিচার্জ

৫০ টাকা রিচার্জে ৪০.৪৮ টাকা টকটাইম পাওয়া যাবে। এই প্ল্যানের ব্যালেন্স যতদিন খুশি ব্যবহার করা যাবে।

৪জি ভাউচার

১১ টাকা ভাউচার

১১ টাকা রিচার্জে 400MB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। যতদিন জিও প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ততদিন এই ডেটা ব্যবহার করা যাবে।

২১ টাকা ভাউচার

২১ টাকা রিচার্জে 1GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। যতদিন জিও প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ততদিন এই ডেটা ব্যবহার করা যাবে।

৫১ টাকা ভাউচার

৫১ টাকা রিচার্জে 3GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। যতদিন জিও প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ততদিন এই ডেটা ব্যবহার করা যাবে।

১০১ টাকা ভাউচার

১০১ টাকা রিচার্জে 6GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। যতদিন জিও প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ততদিন এই ডেটা ব্যবহার করা যাবে।

২৫১ টাকা ভাউচার

২৫১ টাকা রিচার্জে 102GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫১ দিন।

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio recharge plans offer top up recharge packs and 4G data vouchers for high speed internet starting at Rs. 10 and Rs. 11 respectively.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X