অ্যানড্রয়েড ওরিও আপডেট পেল রেডমি নোট ৫ প্রো, দেখে নিন কী ভাবে ইন্সটল করবেন

|

ভারতে রেডমি ব্র্যান্ডের সবথেকে জনপ্রিইয় সিরিজ অবশ্যই রেডমি নোট সিরিজ। আর এই জনপ্রিয় সিরিজের লেটেস্ট ফোন রেডমি নোট ৫ প্রো। এবার নতুন সফটওয়ার আপডেট এলো ভারতের রেডমি নোট ৫ প্রো ফোনে। আর নতুন এই সফটোয়ার আওডেটের ফলেই এবার লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১ ব্যাবহার করতে পারবেন জনপ্রিয় এই ফোনের গ্রাহকরা।

অ্যানড্রয়েড ওরিও আপডেট পেল রেডমি নোট ৫ প্রো

MIUI 9.2.6 থেকে আপডেট হয়ে MIUI 9.5.6 ভার্সান ব্যাবহার করতে পারবেন রেডমি নোট ৫ প্রো এর গ্রাহকরা। এর জন্য গ্রাহপদের ডাউনলোড করতে হবে একটি 1.5GB প্যাকেজ। আপনার রেডমি নোট ৫ এ এখনো আপডেটের নোটিফিকেশান না পেলে settings>about phone>system update>check for updates সিলেক্টয় করুন। এখনই যদি কোন আপডেট না দেখায় কিছুদিনের মধ্যেই আপনার ফোনে চলে আসবে এই আপডেট। তবে ততদিন যদি আপনি সবুর সইতে না পারেন তবে MIUI Download Centre এ গিয়ে প্যাকেজটি ডাউনলোড করে আপডেটার অ্যাপ দিয়ে ইন্সটল করে নিতে পারেন আপনার শখের রেডমি নোট ৫ প্রো এর অ্যানড্রয়েড ভার্সান।

নতুন কি ফিচার রয়েছে এই আপডেটে?

এখনো পর্যন্ত রেডমি নোট ৫ প্রো তে সবথেকে উল্লেখযোগ্য সফটওয়ার আপডেট এটি। এর ফলে আপনার ফোনের অপারেটিং সিস্টেমের ভার্শান অ্যানড্রয়েড নুগাট থেকে আপডেট হয়ে অ্যানড্রয়েড ওরিও হয়ে যাবে। এছাড়াও এই আপডেটের ফলে রেডমি নোট ৫ প্রো তে যোগ হবে ফুল স্ক্রিন জেসচার কনট্রোল ফিচার। iPhone X এর থেকে অনুপ্রানিত এই জেসচার কন্ট্রোল ফিচারটি। এছাড়াও এই আপডেটে ঢেলে সাজানো হয়েছে ফোনের নোটীফিকেশান প্যানেল। অ্যানড্রয়েড ওরিওর নোটিফিকেশান প্যানেলের ফিচার ব্যাবহার করেই এই কাজ করতে পেরেছে শাওমি। এছাড়াও নতুন এই আপডেটে ব্যাটারি ব্যাক আপ আগের থেকে বেশি পাবেন রেডমি নোট ৫ প্রো এর গ্রাহকরা।

এছাড়াও জানানো হয়েছে এই আপডেটের ফলে পাওয়া যাবে ডুয়াল 4G স্ট্যান্ডবাই। যদিও পরীক্ষা করে দেখা প্রয়োজন কতটা ভালো কাজ করছে নতুন এই ফিচার। যদিও এখনো 4K ভিডিও রেকর্ডিং এর অপশান এই ফোনে দেয়নি শাওমি।

২০১৮ সালেও নিজেদের বেশিরভাগ ফোনে পুরনো অ্যানড্রয়েড নুগাট দেওয়ার জন্য অনেক সমালোচলার সম্মুখিন হতে হয়েছে শাওমিকে। ছোট বড় সব ব্র্যান্ডের সম্রতি লঞ্চ হওয়া সব ফোনেই পাওয়া যাচ্ছে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১। এবার এই সফটোয়ার আপডেট ইতিমধ্যেই বেস্ট সেলিং ফোনকে গ্রাহকদের মধ্যে আরও জনপ্রিয় করে তুলবে বলেই মনে করছেন টেক গুরুরা।

কিভাবে বদল করবেন গুগুল অ্যাসিস্ট্যান্টের গলার আওয়াজ?কিভাবে বদল করবেন গুগুল অ্যাসিস্ট্যান্টের গলার আওয়াজ?

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi India has finally released Android 8.1 Oreo for the Xiaomi Redmi Note 5 Pro in India.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X