Just In
Don't Miss
দেউলিয়া হয়ে গেল আনিল আম্বানির আর কম, ১৫ টি অজানা তথ্য
অনেক দিন ধরেই আর্থিক ভাবে ধুঁকছিলেন অনিল আম্বানি। অনেকেই তার বিভিন্ন কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা করছিলেন। সেই আশঙ্কাই সত্যি হল। আনিল কোম্পানির টেলিকম ব্যবসা আর কম দেউলিয়া হয়ে গেল। ১৫ টি অজানা তথ্য জেনে নিন।
১। দেউলিয়া হয়ে গেল আর কম। এটাই অনিল আম্বানির প্রথম কোম্পানি যা দেউলিয়া ঘোষণা করা হল।
২। ব্যাঙ্কের কাছে ৫০,০০০ কোটি টাকার দেনা রয়েছে আর কম এর।
৩। এই সপ্তাহের শুরুতে এনসিএলটি আর কম কে নতুন কর্মী নিয়োগ করার পরামর্শ দিয়েছিল।
৪। এনসিএলটি ৩১ ব্যাঙ্কের একটি কমিটি তৈরী করার পরামর্শ দিয়েছিল।
৫। দুই বছর আগে পরিষেবা বন্ধ করে দিয়েছিল আর কম।
৬। আর কম জিও কে স্পেকটার্ম বিক্রি করে কোম্পানি বাঁচানোর চেষ্টা করেছিল।
৭। সরকারী প্রক্রিয়ায় দেরি হওয়ার কারনেই স্পেকটার্ম বিক্রি করতে পারেনি আর কম। তাই দেউলিয়া হয়ে গেল কোম্পানিটি।
৮। প্রকাশ্যে দেওয়া কোন প্রতিশ্রুতি রাখতে পারেনি কোম্পানি।
৯। গত মাসে জেলে যাওয়ার খুব কাছে পৌঁছেছিলেন অনিল আম্বানি। শেষ মুহুর্তে দাদা মুকেশ আম্বানি জামিনে মুক্ত করেন আনিলকে।
১০। শেষ মুহুর্তে মুকেশ আম্বানি এরিকসানকে ৪৮০ কোটি টাকা দিয়ে আনিল আম্বানিকে জেলে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন। আনিল আম্বানির কাছে এরিকসান এই টাকা পেতেন।
১১। জামিনে মুক্ত করার জন্য দাদা মুকেশ আম্বানি আর বৌদি নিতা আম্বানিকে ধন্যবাদ করেছিলেন আনিল।
১২। এরিকসান প্রথম আর কম কে এনসিএলটি এর কাছে নিয়ে এসেছিল।
১৩। ১৫০০ টাকা বাকি থাকার জন্য ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে আর কম কে এনসিএলটি এর কাছে নিয়ে এসেছিল এরিকসান।
১৪। এছাড়াও চিনের একটি ব্যাঙ্কের কাছে ১ বিলিয়ান মার্কিন ডলারের ঋণ রয়েছে আর কম এর।
১৫। নাবি মুম্বাই এ কোম্পানির সদর দপ্তরের একটা অংশ চিনের ঐ ব্যাঙ্ক কে দিয়ে সেই মামলার নিষ্পত্তি করেছিল আর কম।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190