লঞ্চের আগেই দেখে নিন নতুন iPad Pro

By GizBot Bureau
|

অনলাইনে নতুন iPad Pro 12.9 (2018) এর ছবি ও ভিডিও ফাঁস হয়ে গেল। আগামী ১২ সেপ্টেম্বর লঞ্চ ইভেন্টে নতুন iPhone ও Apple Watch এর সাথেই লঞ্চ হবে নতুন iPad। ১২ সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার অ্যাপেল পার্কের স্টিভ জোবস থিয়েটারে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। iPad Pro 12.9 (2018) এ যোগ হয়েছে ফেস আইডি। এই প্রথম কোন iPad এ ফেস আইডি থাকবে। তবে সম্প্রতি লঞ্চ হওয়া iPhone এর মতোই iPad Pro 12.9 (2018) থেকেও বাদ গিয়েছে হেডফোন জ্যাক।

লঞ্চের আগেই দেখে নিন নতুন iPad Pro

জনপ্রিয় টেক ওয়েবসাইট MySmartPrice এ নতুন iPad এর একটি ছবি ও একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে সব দিক থেকে নতুন এই ডিভাইসটি দেখা গিয়েছে। YouTube এ দেখা যাবে এই ভিডিও।

এই ছবিতে দেখা যাচ্ছে আগের থেকে নতুন এই iPad এ বেজেল অনেক ছোট হয়েছে। ডিসপ্লের নীচে কোন বাটন দেখা যায়নি। এর ফলেই বিশেষজ্ঞরা মনে করছেন নতুন iPad Pro 12.9 (2018) তে ফেস আইডি যোগ করেছে অ্যাপেল।

প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা গিয়েছে নতুন iPad এর নীচে চার্জিং পোর্ট ও স্পিকার গ্রিল থাকবে। তবে কোন হেডফোন জ্যাক দেখা যায়নি।

নতুন iPad এর পিছনে একটি ক্যামেরা দেখা গিয়েছে। আর রয়েছে কোম্পানির লোগো এই ডিভাইসের পিছনের দিক বেশ ছিমছাম রাখার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেল।

নতুন iPad এ ল্যান্ডস্কেপ মোডে ফেস আইডি কাজ করবে না বলে জানা গিয়েছে। একই সাথে স্মার্ট কানেক্টারের স্থান পরিবর্তন হওয়ায় এবার থেকে পোট্রেট মোডে এক্সটারনাল কি বোর্ড ব্যবহার করা যাবে। iPad Pro 12.9 (2018) এর ভলিউম বাটনগুলি ডিভাইসে ডান দিকে থাকবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Apple iPad Pro 12.9 (2018) images, video leaked before September 12 launch

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X