অ্যাপেল আইফোন ১০-এ ২০ হাজার টাকা ডিসকাউন্ট!

By Sabyasachi Chakraborty
|

বড়সড় ফ্ল্যাগশিপ বলতে Apple iPhone X-এর বেশ নাম হয়ে গিয়েছে। এমনকি লঞ্চ করার ৬ মাস পরেও তা একই। অ্যাপেলের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই ফোন বাজারে আসে, এজ টু এজ ডিসপ্লে, ৩ডি ফেস আইডি, ট্রুডেপ্থ ক্যামেরা সঙ্গে আরও অনেক কিছু। সবকিছুই শুনতে বেশ ভাল, তবে কতজনই বা আমরা এই একলাখি ফোন ঘরে তুলেছি, সন্দেহ।

অ্যাপেল আইফোন ১০-এ ২০ হাজার টাকা ডিসকাউন্ট!

কিন্তু আশাহত হওয়ার কারণ নেই। অনেক ই কমার্স সাইট অনেক ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়ে নানা ডিসকাউন্ট দিয়ে থাকে। থাকে ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফারও। এমনকি নামকরা দোকানও অ্যাপেল প্রোডাক্টে এই সব ছাড় দেয়। যেমন সঙ্গীতা মোবাইল নামে একটি স্টোর আইফোনের ওপর ৫০ শতাংশ ছাড় দিয়েছিল।

এবার আইসিআইসিআই ক্রেডিট কার্ড যাদের আছে, তাদের জন্য ভাল খবর। আইফোন টেন কেনার ছ মাসের মধ্যে ১০ হাজার টাকার ক্যাশব্যাক ও স্ক্রিন রিপ্লেসমেন্ট পেতে পারেন তারা।

এছাড়াও সংস্থা দিচ্ছে বাইব্যাক অফার। পুরোনো স্মার্টফোনের ওপর ২০ হাজার ছাড়। এর মানে আপনি আইফোন টেন কিনতে চাইলে আপনার পুরোনো ফোন দিয়ে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

তবে এই কুড়ি হাজারের অফার থাকছে শুধুমাত্র iPhone 7, iPhone 7 Plus, Google Pixel, Samsung Galaxy S8, Samsung Galaxy S8+, Samsung Galaxy S7 Edge –এর মতো ফোনে।

ব্রাউজারে কিভাবে মিউট করবেন অটো প্লে ভিডিও?ব্রাউজারে কিভাবে মিউট করবেন অটো প্লে ভিডিও?

এছাড়াও কোনও ক্রেতা যদি ২০ হাজারের বেশি বাইব্যাক অফারে পায়, তাহলে অতিরিক্ত আরও ৭ হাজারের ডিসকাউন্ট। অ্যাপেলের প্রিমিয়াম রিসেলার ও নির্দিষ্ট দোকানেই রয়েছে এই অফার।

আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য জানিয়ে রাখি, আইফোন টেনেই প্রথম ডলবি ভিসনের HDR10 সাপোর্টেড OLED স্ক্রিন রয়েছে। সুপার রেটিনা এজ টু এজ ডিসপ্লে, স্ক্রিন রেজোলিউশন 2,436×1,125 পিক্সেলস।

গ্রাস বডির এই ফোনে রয়েছে iOS 11. অ্যাপেলের নিজস্ব A11 Bionic চিপসেটে তৈরি। ১২ মেগাপিক্সেলের রিয়ার ডুয়াল ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা ৭ মেগাপিক্সেলের। ৬৪ ও ২৫৬ জিবি ভেরিয়েন্টে রয়েছে ফোনটি।

Best Mobiles in India

Read more about:
English summary
Apple iPhone X continues to be one of the best flagships around, even almost six months after the launch. The 10th anniversary model of iPhones come with some never-seen-before features like edge-to-edge display, 3D Face ID, TrueDepth camera and more.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X