কোম্পানির সবথেকে জনপ্রিয় প্রোডাক্ট ভারতে লঞ্চ করল অ্যাপেল

By Gizbot Bureau
|

অ্যাপেল এর অন্যতম জনপ্রিয় প্রোডাক্টের নাম আইপড। একবিংশ শতাব্দীর শুরুতে এই ডিভাইস মানুষের গান শোনার অভ্যাস বদলে দিয়েছিল। অনেক বছর পরে আইপড এর নতুন ভার্সান লঞ্চ করেছে অ্যাপেল। এবার ভারতে লঞ্চ হল সেই প্রোডাক্ট। ভারতে কোম্পানির অন্যতম সস্তা প্রোডাক্ট নতুন আইপড। তরুন প্রজন্মের যে সব গ্রাহক নিজের ডিভাইসে গান শুনতে ও গেম খেওতে ভালোবাসেন তাদের জন্য বিশেষ ভাবে এই আইপড টাচ ডিজাইন করা হয়েছে। এক নজরে নতুন আইপড টাচ সম্পর্কে ১৫ টি অজানা তথ্য।

কোম্পানির সবথেকে জনপ্রিয় প্রোডাক্ট ভারতে লঞ্চ করল অ্যাপেল

১। নতুন আইপড টাচ এ রয়েছে আইফোন ৭ এর প্রসেসার। এই ডিভাইসের ভিতরে রয়েছে একটি এ১০ ফিউশান চিপ।

২। ৩২ জিবি, ১২৮জিবি আর ২৫৬ জিবি ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন আইপড টাচ।

৩। ৩২ জিবি ভেরিয়েন্টের দাম ১৮,৯০০ টাকা। ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ২৮,৯০০ টাকা। আর ২৫৬ জিবি স্টোরেজে নতুন আইপড টাচ কিনতে ৩৮,৯০০ টাকা খরচ হবে।

৪। ছবটি রঙে পাওয়া যাবে এই ডিভাইস।

৫। জুন মাসের প্রথম সপ্তাহে ভারতে নতুন আইপড টাচ বিক্রি শুরু হবে।

৬। এই ডিভাইসে রয়েছে একটি ৪ ইঞ্চি ডিসপ্লে।

৭। আইপড টাচে রয়েছে একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

৮। থাকছে ফেসটাইম সাপোর্ট।

৯। অ্যাপেল জানিয়েছে একবার চার্জ ক্মরে আইপড টাচে ৪০ ঘন্টা গান শোনা যাবে।

১০। শিঘ্রই আইপড টাচে অ্যাপেল আর্কেড গেমিং সাবস্ক্রিপশান শুরু হবে।

১১। অগমেন্টেড রিয়ালিটি ব্যবহার করে এই গেম খেলা যাবে।

১২। আইপড টাচ এ চলবে আইওএস অপারেটিং সিস্টেম। আইফোনেও একই অপারেটিং সিস্টেম চলে।

১৩। আইপড টাচের সামনে ও পিছনে রয়েছে ক্যামেরা।

১৪। তবে এই ডিভাইসে টাচ আইডি ও ফেস আইডি থাকছে না।

Best Mobiles in India

Read more about:
English summary
iPod Touch is coming to India soon, things you need to know.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X