এবার প্রি-অর্ডার করা যাবে অ্যাপ-স্টোরে

|

অ্যাপেল ব্যাবহারকারীদের জন্য সুখবর। এবার নতুন অ্যাপ ব্যাবহার আরও সহজ হয়ে গেল। এবার থেকে নতুন অ্যাপ ব্যাবহারের আগে প্রি-অর্ডার করতে পারবেন গ্রাহকরা।

 
এবার প্রি-অর্ডার করা যাবে অ্যাপ-স্টোরে

নতুন এই নিয়মে ডেভেলপাররা ৯০ দিন আগে গ্রাহকদের প্রি-অর্ডারের জন্য সুযোগ দেবেন। গ্রাহক কোন অ্যাপ প্রি-অর্ডার করলে সেই অ্যাপ যখন বাজারে আসবে তখন নিজে থেকেই ডাউনলোড হয়ে যাবে গ্রাহকের ফোনে। অ্যাপেলের সব স্টোরে করা যাবে এই প্রি-অর্ডার।

ডেভেলপাররা পেড ও ফ্রি দুই ধরনের অ্যাপের জন্যই চালু করতে পারবেন প্রি-অর্ডার। যদি সেই সময়ের মধ্যে অ্যাপের দাম কমে অথবা বাড়ে তবে যে দামটি ঐ সময়ের মধ্যে সর্বনিম্ন ছিল গ্রাহককে সেই দাম দিতে হবে।

 

পরের বছর মার্চে লঞ্চ করবে ওয়্যারলেস চার্জিং-এর শাওমি এমআই ৭পরের বছর মার্চে লঞ্চ করবে ওয়্যারলেস চার্জিং-এর শাওমি এমআই ৭

অ্যাপেলের আই-টিউনস পেজে জানানো হয়েছে এই কথা। পেজে আরও জানানো হয়েছে প্রি-অর্ডার ফেজে থাকার সময় ডেভেলপাররা যখন খুশি অ্যাপের রিলিজ ডেট বদলাতে পারেন। যদিও সেই দিন কিছুতেই প্রি-অর্ডার শুরু হওয়ার দিন থেকে ৯০ দিনের বেশি হতে পারে না।

এর ফলে উপকৃত হবেন গেম ডেভেলপাররা। প্রি-অর্ডারের মাধ্যমে লঞ্চের আগে বাজার গরম করতে পারবেন তাঁরা।

Best Mobiles in India

Read more about:
English summary
Apple has rolled out a feature in which developers can accept pre-orders of apps in the App Store.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X