আগামী মাসেই হয়তো লঞ্চ হবে নতুন আইফোন

|

অনেক দিন ধরেই কানাঘুষো চলছে iPhone SE 2 এর লঞ্চের ব্যাপারে। নতুন এক রিপোর্টে জানানো হয়েছে আগামী মাসেই লঞ্চ হবে বহুপ্রতিক্ষীত এই ফোন। যদিও শোনা যাচ্ছে কোন হেডফোন জ্যাক থাকবে না নতুন iPhone SE 2 তে।

আগামী মাসেই হয়তো লঞ্চ হবে নতুন আইফোন

এক জাপানী ওয়েবসাইটে জানানো হয়েছে এই খবর। iPhone SE 2 এর ডিজাইন অনেকটাই তার ছোট ভাই iPhone SE এর মতোই হতে চলেছে বলে জানানো হয়েছে এই রিপোর্টে। যদিও ফেস আইডি ব্যাবহার না করে এই ফোনে হয়তো টাচ আইডি ব্যাবহার করবে অ্যাপেল। যদিও সবথেকে গুরুত্বপূর্ণ খবর অবশ্যই iPhone SE 2 থেকে হেডফোন জ্যাক সরিয়ে দেওয়ার খবর।

এছাড়াও শোনা যাচ্ছে iPhone SE 2 তে থাকবে ওয়ারলেস চার্জিং এর সুবিধা। তবে তার জন্য গ্লাস ব্যাক ব্যাবহার করা হবে কি না তা এখনো জানায়নি অ্যাপেল। এছাড়াও এই ফোনের ভিতরে হয়তো ব্যাবহার করা হবে A10 ফিউশান চিপ। যা ব্যাবহার করা হয়েছিল iPhone 7 এ।

এই সব খবরই শোনা যাচ্ছে ইন্টারনেটে বিভিন্ন সূত্র থেকে। তবে অ্যাপেলের তরফে এই ফোন লঞ্চের ব্যাপারে এখনো কিছুই জানানো হয়নি। আশা করা হচ্ছে খুব শিঘ্রই অ্যাপেলের তরফে পাকাপাকিভাবে জানানো হবে iPhone SE 2 লঞ্চের খবর।

সবাইকে চমকে দিয়ে লিনাক্স অপারেটিং সিস্টেম লঞ্চ করলো মাইক্রোসফটসবাইকে চমকে দিয়ে লিনাক্স অপারেটিং সিস্টেম লঞ্চ করলো মাইক্রোসফট

Best Mobiles in India

Read more about:
English summary
Apple may launch iPhone SE 2 in May. May not feature headphone jack

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X