মে মাসে ভারতে লঞ্চ হবে অ্যাপেল ওয়াচ সিরিজ ৩ সেলুলার এডিশান

|

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে অ্যাপেল ওয়াচ সিরিজ ৩ এর সেলুলার ভার্সান। গত সেপ্টেম্বরে আইফোন ৮ এর সাথে একসাথে লঞ্চ হয়েছিল এই স্মার্টওয়াচ। এয়ারটেল ও রিলায়েন্স জিওর সাথে গাঁটছড়া বেঁধে আগামী মাসে এই স্মার্টওয়াচ লঞ্চ করবে অ্যাপেল। আগামী ৪ মে থেকে jio.com, রিলায়েন্স ডিজিটাল স্টোর ও জিও স্টোরে শুরু হবে অ্যাপেল ওয়াচ সিরিজ ৩ সেলুলার ভেরিয়েন্টের প্রিওর্ডার। পরে এয়ারটের স্টোর ও ওয়েবসাইট থেকে প্রিঅর্ডার করা যাবে এই ওয়ারেবেন ডিভাইসটি। আগামী ১১ মে থেকে ভারতে বিক্রি শুরু হবে অ্যাপেল ওয়াচ সিরিজ ৩ সেলুলার এডিশানের বিক্রি।

মে মাসে ভারতে লঞ্চ হবে অ্যাপেল ওয়াচ সিরিজ ৩ সেলুলার এডিশান

যদিও ভারতে এই স্মার্টওয়াচের সেলুলার ভেরিয়েন্টের দাম এখনো জানানো হয়নি অ্যাপেলের তরফে। তবে অ্যাপেল ওয়াচ সিরিজ ৩ জিপিএস ভেরিয়েন্টের দাম ৩২,৩৮০ টাকা।

নতুন এই সেলুলার ভেরিয়েন্টে থাকবে একটি সিমকার্ড। যার মাধ্যমে সেলুলার কানেক্টিভিটি করতে সক্ষম হবে এই ডিভাইসটি। আপনার আইফোনের সাথে একই ফোন নম্বর থাকবে আপনার অ্যাপেল ওয়াচেও। তবে এই ওয়াচ ব্যাবহারের জন্য আপনার কাছে থাকতে হবে নুন্যতম আইফোন ৬ বা iOS11 অপারেটিং সিস্টেম।

আপনি যদি জিও মারফৎ অ্যাপেল ওয়াচ সিরিজ ৩ এর সেলুলার এডিশান প্রিবুক করেন তবে আপনাকে প্রাধাণ্যে রেখে লঞ্চের প্রথম দিনেই আপনার বাড়িতে ডেলিভার করা হবে ডিভাইসটি। আপনার আগের প্রিপেড প্যাকের সাথে এই স্মার্টওয়াচ ব্যাবহার করতে আলাদা টাকা খরচ করতে হবে না আপনাকে। একই প্ল্যানে আপনার আইফোন ও অ্যাপেল ওয়াচ দুই কাজ করবে একইসাথে।

এয়ারটেলের সাথে অ্যাপেল ওয়াচ সিরিজ ৩ এর সেলুলার এডিশানে ব্যাবহারের জন্য আপনাকে নিতে হবে এয়ারটেল পোস্টপেডের ইনফিনিটি প্ল্যান। যা আপনার ফোন ও অ্যাপেল ওয়াচ দুই ডিভাইসেই কাজ করবে।

মুভি থিয়েটার কেনার পরিকল্পনা করছে নেটফ্লিক্সমুভি থিয়েটার কেনার পরিকল্পনা করছে নেটফ্লিক্স

Best Mobiles in India

Read more about:
English summary
AppleWatch Series 3 Cellular is going to laun in India on May.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X