হোয়াটসঅ্যাপ প্রতারণার স্বীকার অবসরপ্রাপ্ত সেনা অফিসার; খোয়ালেন ৪০,০০০ টাকা

By Gizbot Bureau
|

হোয়াটসঅ্যাপ প্রতারণার স্বীকার হলেন এক অবসরপ্রাপ্ত সেনা অফিসার। মহারাষ্ট্রের থানে শহরের এই ব্যক্তি প্রায় ৪০,০০০ টাকা খুইয়েছেন। সম্প্রতি পুলিশের তরফ থেকে এই খবর জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপ প্রতারণার স্বীকার অবসরপ্রাপ্ত সেনা অফিসার

অভিযোগকারী বলেন ৬ ডিসেম্বর তার হোয়াটসঅ্যাপ নম্বরে একটি মিসড কল আসে। এর পরে তিনি সেই নম্বরে ফোন করলে ফোন যায়নি। এর পরে সেই নম্বরে মেসেজ পাঠান অভিযোগকারী। এর পরে উলটো দিক থেকে উত্তর আসে। নিজেকে অভিযোগকারীর পরিচিত হিসাবে পরিচয় দেয় প্রতারক।

এবার হোয়াটসঅ্যাপে প্রতারক বলেন তিনি ও তাঁর স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন এবং শ্যালিকার চিকিৎসার কারণে টাকার প্রয়োজন। যেহেতু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন তাই নিজে টাকা পাঠাতে পারছেন না। এর পরে একটি অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেই নম্বরে টাকা পাঠানোর অনুরোধ করেন তিনি।

এই ঘটনায় বিশ্বাস করে ৪০,০০০ টাকা পাঠিয়ে দেন অভিযোগকারী। এর পরে আরও ২০,০০০ টাকা পাঠাতে অনুরোধ করেন তিনি।

এবার সন্দেহ হলে সেই বন্ধুর নম্বরে ফোন করে জানতে পারেন সেই বন্ধু কখনই টাকা চাননি। এমনকি সেই বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রেও থাকেন না। সেই মুহূর্তে বুঝে যান প্রতারকের খপ্পরে পড়েছেন তিনি।

সোমবার পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জমা পড়েছে। ভারতীয় দণ্ডবিধি ধারা ৪২০ ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা শুরু হয়েছে।

ইতিমধ্যেই তদন্তের কাজ শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

হোয়াটসঅ্যাপ ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণার জাল ছড়িয়ে রেখেছে প্রতারকরা। তাই অনলাইনে যে কোন তথ্য পেলে আগে তা সঠিকভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন। চোখ বুজে বিশ্বাস না করে সুরক্ষিত থাকতে চোখ, কান খোলা রাখুন। ওটিপি ও পিন কখনও কারও সাথে শেয়ার করবেন না।

Best Mobiles in India

Read more about:
English summary
Army Officer Becomes A WhatsApp Fraud Victim: Looses Rs. 40,000.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X