ফ্লিপকার্টের সাথে হাত মেলালো আসুস

|

ভারতের বাজারে তাদের জমি আরও শক্ত করতে এবার ফ্লিপকার্টের সাথে হাত মেলালো তাইওয়ানের টেক জায়েন্ট আসুস। দীর্ঘমেয়াদী এক চুক্তিতে এবার থেকে শুধুমাত্র ফ্লিপকার্টে পাওয়া যাবে আসুস যেনফোন।

ফ্লিপকার্টের সাথে হাত মেলালো আসুস

এই চুক্তি অনুযায়ী আসুস যেনফোনের প্রাইমারী সেলস চ্যানেল হবে ইকমার্স পোর্টাল ফ্লিপকার্ট। দুই কোম্পানি একে অপরকে সাহায্য করবে ব্যাবসায়ীক সিদ্ধান্ত গ্রহণে।

আসুসের সিইও জেরী সেন জানিয়েছেন, "ভারতের গ্রাহকদের কাছে পৌঁছতে আমরা ফ্লিপকার্টের সাথে গাঁটছড়া বেঁধেছি। ফ্লিপকার্টের সসাথে এই বোঝাপড়ায় আমরা আশাবাদী। আশা করি এর ফলে আরও বেশি ভারতীয় গ্রাহক আসুস প্রোডাক্ট ব্যাবহারের সিদ্ধান্ত নেবেন।"

এর পরে ফ্লিপকার্টে প্রথম লঞ্চ হবে আসুস যেনফোন ম্যাক্স প্রো। নতুন এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসার। আগামি ২৩ এপ্রিল শুরু হবে বিক্রি।

এই বোঝাপড়ার ফলে ভারতের বাজারে আসুসের জমি আরও শক্ত হবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

ভারতে লঞ্চ হল Galaxy S8 এর নতুন কালার ভেরিয়েন্টভারতে লঞ্চ হল Galaxy S8 এর নতুন কালার ভেরিয়েন্ট

ফ্লিপকার্টের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি জানান, "ভারতে স্মার্টফোন বিক্রির চরিত্র বদলে দিয়েছে ফ্লিপকার্ট। গ্রাহক কি চান তা বুঝে এই কাজ করেছে ফ্লিপকার্ট। আসুসের সাথে এই বোঝাপড়ায় আমরা সেই কাজকেই আরও এগিয়ে নিয়ে যাবো। বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে ভরয়ার এক নাম আসুস।"

Best Mobiles in India

Read more about:
English summary
Taiwanese smartphones and IT technology company Asus and e-commerce marketplace Flipkart today announced a long-term strategic partnership to address Indian market needs.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X