Just In
ভারতে ছয়টি নতুন ক্রোমবুক নিয়ে এল আসুস, দাম শুরু ১৮ হাজার থেকে
বৃহস্পতিবার ভারতে ছয়টি নতুন ক্রোমবুক লঞ্চ করল আসুস। ১৮ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকার মধ্যে এই ক্রোমবুকগুলি লঞ্চ করেছে তাইওয়ানের টেক কোম্পানিটি। ভারতে ডিজিটাল লার্নিংয়ের জনপ্রিয়তা বাড়ার কারণেই এই ডিভাইসগুলি লঞ্চ করা হয়েছে।

আসুসের নতুন এই ক্রোমবুকগুলির কয়েকটি মডেলে থাকছে টাচস্ক্রিন সাপোর্ট। সঙ্গে থাকছে ইনটেল ডুয়াল কোর ৬৪ বিট প্রসেসর ৪জিবি র্যাম। কোম্পানির দাবি এই ক্রোমবুকগুলিতে ১১ ঘণ্টা ব্যাক আপ পাওয়া যাবে।
আসুস ক্রোমবুক ফ্লিপ সি২১৪ আসলে একটি কনভার্টেবেল ল্যাপটপ। এই ডিভাইসে একটি ১১.৬ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে থাকছে। সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা ও ডুয়াল স্পিকার।
এই ডিভাইসে থাকছে ৬৪ বিট ডুয়াল কোর প্রসেসর ৫০ ওয়াট আওয়ার ব্যাটারি ও ৬৪ জিবি স্টোরেজ। সঙ্গে ২টিবি পর্যন্ত মাইক্রো এসডি সাপোর্ট পাওয়া যাবে এই ডিভাইসে। ৪জিবি র্যাম থাকার কারণে এই ক্রোমবুকে মাল্টিটাস্কিংয়ে কোন সমস্যা হবে না।
এই ডিভাইসে একটি ৩৬০ ডিগ্রি হিঞ্জ দিয়েছে আসুস। কি-বোর্ড ঘুরিয়ে টাচস্ক্রিন ট্যাবলেট হিসাবে এই ডিভাইস ব্যবহার করা যাবে।
অন্যদিকে ক্রোমবুক সি২২৩ তে রয়েছে একটি ১১.৬ ইঞ্চি ডিসপ্লে। এছাড়াও সি৪২৩ তে রয়েছে ১৪ ইঞ্চি ডিসপ্লে ও সি৫২৩ তে রয়েছে ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে। টাচ ও নন টাচ ভেরিয়েন্টে এই ক্রোমবুকগুলি পাওয়া যাবে।
আসুসের ক্রোমবুকগুলিতে থাকছে ভিডিও কনফারেন্সিং ফিচার। এইচডি ক্যামেরা ও স্টিরিও স্পিকার ব্যবহার করে দুর্দান্ত ভিডিও কনফারেন্সিং করা যাবে।
এই সব ক্রোমবুকেই থাকছে ওয়াই ফাই ৫, ব্লুটুথ ৫.০ ইউএসবি ৩.১ ও ইউএসবি সি চার্জিং।
২২ জুলাই আসুসের নতুন ক্রোমবুকগুলি বিক্রি শুরু হবে।
আসুস ক্রোমবুক সি২২৩ এর দাম ১৭,৯৯৯ টাকা
আসুস ক্রোমবুক সি৪২৩ (নন টাচ) এর দাম ১৯,৯৯৯ টাকা
আসুস ক্রোমবুক সি৫২৩ (নন টাচ) এর দাম ২০,৯৯৯ টাকা
আসুস ক্রোমবুক ফ্লিপ সি২১৪ এর দাম ২৩,৯৯৯ টাকা
আসুস ক্রোমবুক সি৪২৩ (টাচ) এর দাম ২৩,৯৯৯ টাকা
আসুস ক্রোমবুক সি৫২৩ (টাচ) এর দাম ২৪,৯৯৯ টাকা
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470