ভারতে লঞ্চ হল Asus Zenfone 5Z, বিক্রি শুরু ৯ জুলাই

By GizBot Bureau
|

ভারতে লঞ্চ হল Asus Zenfone 5Z। Android বেসড এই স্মার্টফোনে থাকবে লেটেস্ট Qualcomm Snapdragon 845 প্রসেসার। এর আগে এই বছরেই Zenfone Max Pro M1 ফোনটি লঞ্চ করেছিল Asus। তাই Zenfone 5Z ফোনটি ২০১৮ সালে ভারতে কোম্পানির দ্বিতীয় লঞ্চ। Asus Zenfone 5Z এর 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। আর টপ এন্ড 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা। এছাড়াও মাঝে একটি 6GB RAM আর 128GB স্টোরেজের Zenfone 5Z লঞ্চ করেছে Asus। এই ভেরিয়েন্টটির দাম ৩২,৯৯৯ টাকা।

ভারতে লঞ্চ হল Asus Zenfone 5Z, বিক্রি শুরু ৯ জুলাই

৯ জুলাই থেকে ভারতে Asus Zenfone 5Z ফোন বিক্রি শুরু হবে। শুধুমাত্র ফ্লিপকার্টেই এই ফোন কিনতে পাওয়া যাবে। লঞ্চ অফারে ICICI ব্যাঙ্কের গ্রাহকরা ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। এর সাথেই Zenfone 5Z এর সাথে ৪৯৯ টাকায় ফ্লিপকার্ট মোবাইল প্রোটেকশান পেয়ে যাবেন গ্রাহকরা। জিও গ্রাহকরা নতুন Zenfone 5Z এর সাথে ২,২০০ টাকা ক্যাশব্যাক আর অতিরিক্ত 100GB ডাটা পেয়ে যাবেন।

Asus Zenfone 5Z এর 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। আর টপ এন্ড 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা। এছাড়াও মাঝে একটি 6GB RAM আর 128GB স্টোরেজের Zenfone 5Z লঞ্চ করেছে Asus। এই ভেরিয়েন্টটির দাম ৩২,৯৯৯ টাকা।

Asus Zenfone 5Z স্পেসিফিকেশান

Asus Zenfone 5Z এ রয়েছে একটি ৬.২ ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে একটি কালো নচ রয়েছে। এর সাথেই ডিসপ্লের উপরে Corning Gorilla Glass এর সুরক্ষা থাকবে।

Asus Zenfone 5Z এর ভিতরে আছে লেটেস্ট Qualcomm Snapdragon 845 চিপসেট। এর সাথেই আছে Adreno 630 GPU, 6GB/8GB RAM আর 64GB/ 128GB/ 256GB ইন্টারনাল স্টোরেজ। এর সাথেই microSD কার্ডের মাধ্যমে ফোনের মেমোরি 2TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। Asus Zenfone 5Z এর ভিতরে থাকবে একটি 3300 mAh ব্যাটারি।

ছবি তোলার জন্য Zenfone 5Z এ থাকবে একটি ডুইয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারী সেন্সার থাকবে। এর সাথেই Asus Zenfone 5Z এর রিয়ার কামেরায় একটি 8MP সেকেন্ডারি সেন্সার ব্যবহার করা হয়েছে। Zenfone 5Z এর রিয়ার ক্যামেরায় PDAF লেন্স, অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান, রিয়েল টাইম পোট্রেট ও 4K ভিডিও রেকর্ডিং এর সুবিধা থাকবে। Asus Zenfone 5Z এর সামনে একটি 8 MP সেলফি ক্যামেরা থাকবে। কানেক্টিভিটির জন্য Zenfone 5Z এ থাকছে 4G LTE, Wi-Fi (2.4GHz / 5GHz), Bluetooth 5.0, Wi-Fi Direct, NFC, USB Type-C ও একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

নিজের ফোনে iOS 12 পাবলিক বিটা ভার্সান ইনিস্টল করে বন্ধুদের চমকে দিননিজের ফোনে iOS 12 পাবলিক বিটা ভার্সান ইনিস্টল করে বন্ধুদের চমকে দিন

Best Mobiles in India

Read more about:
English summary
Asus Zenfone 5Z price, launch in India: The flagship Zenfone 5Z comes in three variants starting at price of Rs 29,999, going up to Rs 36,999

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X