কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ Zenfone 5Z লঞ্চের দিন জানালো Asus

By GizBot Bureau
|

আগামী ৪ জুলাই ভারতে লঞ্চ হবে নতুন Asus Zenfone 5Z। বহুদিন পরে আবার ফ্ল্যাগশিপ লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ানের কোম্পানিটি। ২০১৮ ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসের ইভেন্টে এই ফোন প্রথম বিশ্বের সামনে নিয়ে এসেছিল Asus। ইতিমধ্যেই তাইওয়ানে এই ফোন লঞ্চ করেছে কোম্পানিটি। আর এবার ভারতে ফ্ল্যাগশিপ বাজারে কামড় বসাতে ভারতে Asus Zenfone 5Z লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে Asus।

কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ Zenfone 5Z লঞ্চের দিন জানালো Asus

এই ফোনের দাম ৩৫,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে হবে। এই ফোন লঞ্চের পরে বাজারে কঠিন প্রতিযোগিতার সম্মুখিন হবে OnePlus 6 ও Honor 10 এর মতো ফোনগুলি। শুধুমাত্র ফ্লিপকার্টেই ভারতে এই ফোন পাওয়া যাবে।

তাইওয়ানে Asus ZenFone 5Z এর 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৪,৯৯০ তাইওয়ানিজ ডলার (প্রায় ৩৩,৭০০ টাকা)। অন্যদিকে 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৬,৯৯০ তাইওয়ানিজ ডলার (প্রায় ৩৮,২০০ টাকা)।

Asus Zenfone 5Z স্পেসিফিকেশান

Asus Zenfone 5Z এ থাকবে ১৮:৯ 'অল স্ক্রিন ডিসপ্লে’। এর সাথেই থাকবে ডুয়াল ক্যামেরাও লেটেস্ট Snapdragon 845 চিপসেট। 4GB RAM ও 64GB স্টোরেজ, 6GB RAM ও 128GB স্টোরেজ আর 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।

Asus Zenfone 5Z এর পিছনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকবে একটি ১২ মেগাপিক্সেল f/1.8 Sony IMX363 প্রাইমারি সেন্সার। এই ক্যামেরাতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে সিন ডিটেকশানের ফিচার থাকবে।

Asus Zenfone 5Z এর সামনে থাকবে একটি 8MP f/2.0 সেন্সার। এছাড়াও এই ফোনের ভিতরে থাকবে একটি 3300 mAh ব্যাটারি। Asus Zenfone 5Z এ থাকবে কোম্পানির নিজস্ব ASUS BoostMaster and AI charging টেকনোলজি। এছাড়াও কানেক্টিভির জন্য Asus Zenfone 5Z এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS/ A-GPS, NFC, FM রেডিও একটি USB Type-C পোর্ট আর একটি 3.5mm হেডফোন জ্যাক।

আজই লঞ্চ হবে Asus এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ZenFone 5Zআজই লঞ্চ হবে Asus এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ZenFone 5Z

Best Mobiles in India

Read more about:
English summary
ASUS has announced that the Zenfone 5z will be launched in India on the 4th of July 2018, and will be a Flipkart-exclusive smartphone.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X