ভারতে লঞ্চ হল 5000mAh ব্যাটারির নতুন এই ফোন

|

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হল মিড রেঞ্জ স্মার্টফোন ZenFone Max Pro M1। এই ফোনের প্রধান আকর্ষণ অবশ্যই 5000 mAh ব্যাটারি। একই সাথে এই ফোনে রয়েছে লেটেস্ট Snapdragon 636 প্রসেসার, ফেস আনলক -এর মতো ফিচার। এই ফোন অবশ্যই পাল্লা দেবে বাজারে হটকেক Xiaomi Redmi Note 5 Pro এর সাথে। আগামী ৩ মে থেকে শুধুমাত্র ফ্লিপকার্টে পাওয়া যাবে এই ফোন।

ভারতে লঞ্চ হল 5000mAh ব্যাটারির নতুন এই ফোন

দুটি ভেরিয়েন্টে ভারতে পাওয়া যাবে ZenFone Max Pro M। 3GB RAM আর 32GB ভেরিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা আর 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে ১২,৯৯৯ টাকা। মিডনাইট ব্ল্যাক আর গ্রে কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে আসুসের নতুন এই মিডরেঞ্জ ফোন। এছাড়াও লঞ্চের দিন এই ফোন কিনলে বাজাজ ফাইনান্স ক্রেডিট কার্ডে পাওয়া যাবে নো কস্ট ইএমআই এর সুবিধা।

ভোডাফোনে প্রিপেড গ্রাহকরা ZenFone Max Pro M1কিনলে প্রতি মাসে ১৯৯ টাকা বা তার বেশি রিচার্জ করালে ১২ মাসে 10GB ডাটা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। পোস্টপেড গ্রাহকরা ৩৯৯ টাকার রেড প্ল্যানে থাকলে মাসে 10GB করে অতিরিক্ত ডাটা বিনামূল্যে পাবেন আর ৪৯৯ রেড প্ল্যানের গ্রাহকরা বিনামুল্যে পেয়ে যাবেন রেড প্রোটেক্ট অ্যাকসেস।

স্পেসিফিকেশান

ZenFone Max Pro M1 এ রয়েছে ডুয়াল সিম সাপোর্ট আর প্রি-লোডেড অ্যানড্রয়েড ওরিও। ফোনের ডিসপ্লে ৫.৯৯ ইঞ্চি FHD+ রেসোলিউশান ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Qualcomm Snapdragon 636 প্রসেসার আর Adreno 509 GPU। সাথে রয়েছে 3GB/GB RAM আর 32GB/64GB স্টোরেজ।

ZenFone Max Pro M1 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। প্রাইমারী সেন্সার 13MP আর সেকেন্ডারি সেন্সার 5MP. এছাড়াও রয়েছে 8MP সেলফি ক্যামেরা।

নতুন এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ অবশ্যই ফোনের 5000mAh ব্যাটারি। সাথে রয়েছে একটি 10W চার্জার যা খুব তাড়াতাড়ি চার্জ হতে সাহায্য করবে এই ফোনকে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে G LTE, Wi-Fi 802.11 a/b/g/n with Wi-Fi Direct, Bluetooth 4.2 (with aptX), GPS/ A-GPS, BDS, GLONASS, Micro-USB ও একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। ZenFone Max Pro M1 এর ওজন ১৮০ গ্রাম।

এছাড়াও কোম্পানি লঞ্চ করতে চলেছে একটি 6GB RAM ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্টে থাকবে 64GB ইন্টারনাল স্টোরেজ আর 16MP সেলফি ক্যামেরা। বাকি সব স্পেসিফিকেশান সাধারণ ভেরিয়েন্তের মতোই থাকবে। দাম হবে ১৪,৯৯৯। তবে কবে লঞ্চ হবে এই ভেরিয়েন্ট তা এখনো জানায়নি আসুস।

কেন প্রশ্ন উঠছে নতুন গুগুল চ্যাট সার্ভিসের সুরক্ষা নিয়ে?কেন প্রশ্ন উঠছে নতুন গুগুল চ্যাট সার্ভিসের সুরক্ষা নিয়ে?

Best Mobiles in India

Read more about:
English summary
Asus Zenfone Max Pro M1 launched in India. 5000mAh battery full screen display and more.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X