এটিএম প্রতারনার হাত থেকে নিজেকে বাঁচাবেন কীভাবে?

By Gizbot Bureau
|

এটিএম এ টাকা তোলার সময় নিজের অজান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ তথ্য অচেনা ব্যাক্তিকে দিয়ে দিচ্ছেন না তো? এই ভাবের দিল্লিতে গত এক সপ্তাহে ১২ জন ব্যাক্তি ১০ লক্ষ টাকা খুইয়েছেন। সম্প্রতি এই সমস্যা থেকে রেহাই পেতে প্রতি ট্রানজাকশানের সীমা ৪০,০০০ টাকা থেকে কমিয়ে ২০,০০০ টাকা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এছাড়াও স্টেট ব্যাঙ্ক Yono অ্যাপ ব্যবহার করে ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা প্তোলার ব্যবস্থা নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটিএম থেকে নিজেকে সুরক্ষিত রাখতে দেখে নিন নীচের উপায়গুলি।

 
এটিএম প্রতারনার হাত থেকে নিজেকে বাঁচাবেন কীভাবে?

গত সপ্তাহে দিল্লির লক্ষ্মীনগরে ১২ জন ব্যাক্তি ১০ লক্ষ টাকা এটিএম প্রতারনার ফাঁদে পরে খুইয়েছেন। এর মধ্যে বেশিরভাগ পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের গ্রাহক। প্রত্যেকেই অভিযোগ করেছেন এটিএম থেকে টাকা তোলার পরেই নয়ডার এক এটিএম থেকে টাকা তুলে অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া হয়। একসাথে ১২ জন ব্যাক্তির অ্যাকাউন্ট থেকে এই টাকা তুলে নেওয়া হয়। কার্ড ব্লক করার আগেই এই ঘটনা ঘটেছে।

কোনভাবে গ্রাহকের এটিএম কার্ডের তথ্য জেনে যাচ্ছে প্রতারকরা। আর সেই তথ্য ব্যবহার করে টাকা তোলার কাজ করা হচ্ছে। বিভিন্ন এটিএম এ প্রতারকরা এই মেশিন লাগিয়ে দেয়। এই মেশিন ডেবিট বা ক্রেডিট কার্ডের ম্যাগনেটিক টেপে থাকা তথ্য জানতে পারে। এটিএম মেশিনে ক্যামেরা বসিয়ে পিন জেনে নেয় প্রতারকরা। এই তথ্য ব্যবহার করে কার্ড ক্লোন করা হয়। এর পর সেই কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলা হয় অথবা অনলাইন শপিং করে প্রতারকরা।

 

যে এটিএম এর ভিতরে সবসময় সুরক্ষা কর্মী থাকেন সেই এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করুন। এছাড়াও টাকা তোলার আগে পিন দেওয়ার সময় কি-প্যাডের উপর হাত দিয়ে ঢেকে তবেই পিন দেওয়ার চেষ্টা করুন।

Best Mobiles in India

Read more about:
English summary
ATM fraud: How 12 people lost Rs 10 lakh and what you can do to stay safe

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X