সেফ আর সিকিওরড থাকতে উইন্ডোজ টেনের সেরা অ্যান্টিভাইরাস

By Sabyasachi Chakraborty
|

বাজার চলতি অ্যান্টিভাইরাস আপনি ব্যবহার করতেই পারেন, কিন্তু বেস্ট অ্যান্টিভাইরাসের লেভেলটাই আলাদা। আর এক্ষেত্রে বেস্ট বিটডিফেন্ডার। স্যান্ডার্ড প্রোটেকশন তো এরা দেয়ই, এছাড়াও পাসওয়ার্ড ম্যানেজার, র‌্যানসমওয়্যার প্রোটেকশন, ফাইল স্রেডার ও প্যারেন্টাল কন্ট্রোল জনিত সবরকম ভাবে এই অ্যান্টিভাইরাস আপনার কম্পিউটার বা ল্যাপটপকে নিরাপদ রাখে।

সেফ আর সিকিওরড থাকতে উইন্ডোজ টেনের সেরা অ্যান্টিভাইরাস

ওই সাদামাটা স্ক্যান ভুলে যান। Bitdefender আপনাকে রিয়েল টাইম প্রোটেকশন দেয়। Windows 10-এর জন্য এটাকেই বেস্ট বলা হচ্ছে।

ডিজাইন আর ফিচার্স

Bitdefender-এ একটা বেশ দৃষ্টিনন্দন ব্যাপার রয়েছে। Windows 10-এর সঙ্গে মিলেমিশে যায় এমনভাবে যে মনে হয় উইন্ডোজেরই কোনও অ্যাপ এটি। মেনুতে সব কিছু ঠিকঠাক বোঝানো রয়েছে, ঠিকঠাক জায়গামতো রয়েছে, অসুবিধা হওয়ার কোনও ব্যাপার নেই। বাঁ দিকে প্যানেলে রয়েছে মেন নেভিগেশন।

গড়পড়তা প্রোটেকশন থেকেও বেশি কিছু

অ্যান্টিভাইরাস নিঃসন্দেহে ভাইরাস আর ম্যালওয়্যার থেকে আপনার গেজেটকে নিরাপদ রাখবে। কিন্তু কে কতটা ঠিকঠাক ভাবে সেই কাজ করছে, সেটাই দেখার। phishing protection-ও মিলছে বিটডিফেন্ডারে। তাছাড়া এই অ্যান্টিভাইরাসের সবথেকে বড় ব্যাপার এর ওয়েব প্রোটেকশন দুর্দান্ত। সার্চ রেজাল্টের মধ্যেই এটি দেখিয়ে দেবে, কোন কোন লিঙ্ক বিপজ্জনক। ম্যালওয়্যার স্ক্যানিং অনেক দ্রুত। বিটডিফেন্ডারের আরেকটি ইউনিক ফিচার রয়েছে। তা হল রেসকিউ মোডে আপনার কম্পিউটারকে এটি রিবুট করবে, একদম বিকল্প নতুন অপারেটিং সিস্টেমে। তাই সবথেকে বেয়াড়া ম্যালওয়্যার অ্যাটাকেও আপনি নিরাপদ। সমস্যা হলে আগেভাগে এ সতর্ক করবে আপনাকে।

৭টি টাচপ্যাড জেসচার, উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জেনে রাখা ভাল৭টি টাচপ্যাড জেসচার, উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জেনে রাখা ভাল

অ্যাডিশনাল ফিচার্স

. নিরাপদ নয় এমন হটস্পট ব্যবহার করলে সতর্ক করবে

. আপনার নেটওয়ার্কে কোনও ডিভাইস কানেক্ট হলে, সেটির সিকিওরিটি চেক করা যাবে

. ডকুমেন্টসে ভুলভাল অ্যাকসেস হলে র‌্যানসমওয়্যার প্রোটেকশন দেবে

. সহজ পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে

. Safepay বলে একটি ফিচার্স রয়েছে, আপনার দরকারী ব্যক্তিগত বিষয়গুলি এরমাধ্যমে দেওয়া নেওয়া করতে পারেন।

. ফাইল স্রেডার ফিচার্সের মাধ্যমে ব্যক্তিগত গোপনীয় বিষয়গুলি পাকাপাকি ভাবে ডিলিট করতে পারবেন।

দাম

Bitdefender Total Security 2018-র দাম পড়বে এক বছরের জন্য ২ হাজার ৪৯৯ টাকা। পাঁচটি ডিভাইসে ব্যবহার করা যাবে। কেনার আগে এর ফ্রি আর ট্রায়াল ভার্সান ব্যবহার করে দেখতে পারেন।

শেষের কথা

দিনকাল যা পড়েছে, এখন বাজার চলতি প্রোটেকশনেও আজকাল কাজ হচ্ছে না। এতরকম ভুয়ো ওয়েবসাইট, ভুলভাল অ্যাড নানা রকমের নিত্যনতুন ম্যালওয়্যার, ভাইরাস বাজারে ঘোরাফেরা করছে, সেই সব থেকে উইন্ডোজ ১০-কে বাঁচানোর কমপ্লিট প্যাকেজ হল এই বিটডিফেন্ডার।

Best Mobiles in India

Read more about:
English summary
Providing traditional protection against virus and malware can make an antivirus good, but it takes much more than that to label an antivirus as the ‘best antivirus.’

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X