নতুন ভাষা শেখার সেরা ৫টি অ্যাপ

By GizBot Bureau
|

কাজের সূত্রে নতুন দেশে যাওয়ার প্রয়োজন পড়েছে? আথবা নিছকই শখে শিখতে ইচ্ছা হয়েছে নতুন একটি ভাষা? আগে নতুন ভাষা শেখার জন্য ছুটতে হত কাছের ভাষা সেন্টারে। এখন অ্যাপস্টোর ও প্লে স্টরে রয়েছে কয়েক শো অ্যাপ যা আপনাকে সাহায্য করবে নতুন ভাষা শিখতে। কিন্তু এতো অ্যাপের মধ্যে কোন অ্যাপগুলি আপনাকে নতুন ভাষায় ভাল দখল দেখে তা বুঝতে পারছেন না। আসুন দেখে নি নতুন ভাষা শেখার সেরা কিছু অ্যাপ।

 

DUOLINGO

DUOLINGO

নতুন ভাষা শেখার জন্য নিঃসন্দেহে সবথেকে জনপ্রিয় অ্যাপ ডুয়োলিঙ্গো। সম্পূর্ণ বিনামুল্যে ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ। খুব ছোট কিছু লেসেনের মাধ্যমে এই অ্যাপ আপনাকে এমন ভাবে নতুন ভাষা শেখাবে যা দেখে আপনার মনে হবে আপনি মোবাইলে কোন গেম খেলছেন। ইংরাজী, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, পর্তুগীজ, ডাচ, আইরিস, ড্যানিশ, সুইডিশ, রাশিয়ান, ইউক্রেনিয়ান, এস্পারান্তো, পোলিশ ও তুর্কি ভাষা শেখা যাবে এই অ্যাপে। অ্যানড্রয়েড ও iOS দুই অপারেটিং সিস্টেমেই বিনামুল্যে ডাউনলোড করতে পারবেন ডুয়োলিঙ্গো।

BABBEL

BABBEL

নতুন ভাষা শেখার অন্যতম জনপ্রিয় অ্যাপ এটি। ১০ থেকে ১৫ মিনিটের ছট লেসেনে আপনি এই অ্যাপ দিয়ে নতুন ভাষা শেখা শুরু করতে পারবেন। নতুন ও অভিজ্ঞ দুই ধরনের ছাত্রই এই অ্যাপ অ্যাবহার করতে পারবেন। এছাড়াও এই অ্যাপে শিখে নিতে পারবেন ভাষার ব্যাকারণও। ৫ ডলার থেকে ১৫ ডলার প্রতি মাসে খরচ করতে হবে এই অ্যাপে নতুন ভাষা শেখার জন্য।

ইংরাজী, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইটানিয়ান, পর্তুগীজ, রাশিয়ান, তুর্কী, পোলিশ, ইন্দোনেশিয়ান, ডাচ, ড্যানিশ, সুইডিস ও নরুইজিয়ান ভাষা শেখা যাবে এই অ্যাপের মাধ্যমে।

TANDEM
 

TANDEM

আমরা সবাই জানি নতুন ভাষায় দখল আনার একমাত্র উপায় সেই ভাষায় যত বেশি সম্ভব কথা বলা। আর এই অ্যাপে আপনি যে ভাষা শিখছেন সেই ভাষার মানুষের সাথে কথা বলতে পারবেন। টেক্সট, অডিও ও ভিডিও চ্যাটের মাধ্যমে একে অপরকে নতুন ভাষা শেখানোই এই অ্যাপের লক্ষ্য। এই অ্যাপ আপনাকে এমন ব্যাক্তি খুঁজে দেবে যিনি আপনার ভাষা শিখতে ইচ্ছুক। তিনি অবশ্যই আপনি যে ভাষা শিখতে চান সেই ভাষার মানুষ হবেন।

ইংরাজী, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, পর্তুগীজ, ইটালিয়ান, চাইনিজ, জাপানীজ, রাশিয়ান সহ মোট ১৫০ টি ভাষার মানুষ খুঁজে পাবেন এই অ্যাপে। অ্যানড্রয়েড ও iOS দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে এই অ্যাপ।

অনলাইনে কীভাবে দেখবেন বিশ্বকাপের সব লাইভ ম্যাচ?অনলাইনে কীভাবে দেখবেন বিশ্বকাপের সব লাইভ ম্যাচ?

MEMRISE

MEMRISE

আপনি যদি নতুন ভাষা আরও বেশি করে অনুশীলন করতে চান অথবা শিখতে চান আরও বেশি কিছু শব্দ তবে ব্যাবহার করে দেখতে পারেন এই অ্যাপগুলি। বিভিন্ন গেমের মাধ্যমে প্রশ্নের উত্তর দিয়ে এই অ্যাপে সহজেই জিতে নিতে পারেন পয়েন্ট। এছাড়াও খুব সহজেই অনেক নতুন শব্দ মুখস্থ করা সম্ভব এই অ্যাপে। এছাড়াও অডিও রেকর্ডিং এর মাধ্যমেও বিভিন্ন শব্দ ও বাক্য গঠন শিখতে পারবেন এই অ্যাপে।

ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইংরাজী, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, তুর্কি, রাশিয়ান ইটালিয়ান, পর্তুগীজ সহ ১০০টিরও বেশি ভাষা শেখা যাবে এই অ্যাপে।

BUSUU

BUSUU

প্রায় ৬ কোটি ব্যাবহারকারী রয়েছে এই অ্যাপে। নতুন ভাষা শেখার জন্য অন্যতম জনপ্রিইয় অ্যাপ এটি। ইংরাজী, স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ, ইটালিয়ান, পর্তুগীজ, তুর্কি, পোলিশ, রাশিয়ান, চাইনিজ ও জাপানিজ ভাষা শেখা যাবে এই অ্যাপে। অ্যানড্রয়েড ও Ios দুই প্ল্যাটফর্মেই ডাউনলোড করে নতুন ভাষা শিখতেব পারবেন এই অ্যাপের মাধ্যমে।

Best Mobiles in India

Read more about:
English summary
These language apps are almost as good as having a babel fish in your ear.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X