Just In
- 3 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 4 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 5 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 6 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
ঘরে বসেই রোজগার করার সেরা অ্যাপগুলি দেখে নিন
আপনি যদি ভাবেন মোবাইল ফোন থেকে শুধুই ভয়েস ও ভিডিও কল করা যায় আর ইন্টারনেট ব্রাউজ করে ভিডিও দেখা যায় তাহলে আপনি সম্পূর্ণ ভুল। আপনার মুঠোফোনটি ব্যবহার করে খুব সহজেই বিভিন্ন অ্যাপ ব্যবহার করে ক্যাশ-ব্যাক ও রিওয়ার্ডের মাধ্যমে ঘরে বসে রোজগার করতে পারবেন। এই সব অ্যাপই অ্যানড্রয়েড ও আইওএস ফোন থেকে ব্যবহার করা যাবে। এক নজরে দেখে নিন রোজগারের সেরা অ্যাপগুলি।
ট্রু ব্যালেন্স
ব্যালেন্স হিরো নামে কোম্পানি এই অ্যাপ নিয়ে এসেছে। এই অ্যাপ ব্যবহার করে কোন লগ্নি ছাড়াই রোজগার করা সম্ভব। এই জন্য অ্যাপ ডাউনলোড করে নির্দেশাবলী অনুসরণ করুন। মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্টার করে অ্যাপ ওয়ালেটে বোনাস পাওয়া যাবে।
রোজ ধন
টাকা রোজগারের জন্য সেরা অ্যাপ এটি। ইতিমধ্যেই এক কোটি গ্রাহক এই অ্যাপ ব্যবহার করছেন। অ্যাপের মধ্যে গেম খেলে, আর্টিকেল পড়ে ও তা শেয়ার করে রোজগার করা যাবে। শুরুতেই আপনাকে ৫০ টাকা দেবে এই অ্যাপ। যদিও পরে আরও বেশি রোজগার করতে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। সাইন আপের সময় '013GVD’ রেফারাল কোড ব্যবহার করলে প্রতিদিন ২০ থেকে ৫০ কয়েন জেতার সুযোগ থাকবে।
লোকো
রোজ ঘরে মতো লোকো অ্যাপ থেকেও ঘরে বসে রোজগার করা যাবে। এই অ্যাপেও গেম খেলে টাকা রোজগার করা যাবে। একাধিক প্রাদেশিক ভাষায় এই অ্যাপ ব্যবহার করা যাবে।
মিশো অ্যাপ
এটা ভারতের অন্যতম জনপ্রিয় রি-সেলিং অ্যাপ। যারা নিজের কাজের পাশাপাশি অন্য ব্যবসা করতে চান তাদের জন্য আদর্শ এই অ্যাপ। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রামে প্রোডাক্টের ছবি শেয়ার করে মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত রোজগার করা যাবে।
ডেটাজিনি অ্যাপ
এই অ্যানড্রয়েড অ্যাপ ব্যবহার করে বিনামূল্যে রিচার্জ করা যাবে। একই সঙ্গে অতিরিক্ত ডেটা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। এই অ্যাপ ডাউনলোড করে পেটিএম নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে।
গুগল পে (তেজ)
ভারতে টাকা লেনদেনের অন্যতম জনপ্রিয় অ্যাপ গুগল পে। জনপ্রিয় এই অ্যাপ অ্যান্ড্রয়েড ও আইওএস গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। এখানে ইউপিআই পদ্ধতিতে টাকা লেনদেন করলে রিওয়ার্ড পাওয়ার সুযোগ থাকছে।
আমাজন পে
গুগল পের মতোই আমাজন পে ব্যবহার করে লেনদেন করলেও মিলবে রিওয়ার্ড। এই জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে ইউপিআই পদ্ধতিতে লেনদেন করতে হবে।
ফোনপে
এই অ্যাপও গ্রাহকদের মধ্যে খুব জনপ্রিয়। লেনদেন ছাড়াও বিল পেমেন্ট ও অন্যান্য পরিষেবায় পেমেন্ট করলে বিশেষ রিওয়ার্ড দেবে ফোনপে। ১১ টি প্রাদেশিক ভাষায় এই অ্যাপ ব্যবহারের সুযোগ থাকছে।
পেটিএম
এই অ্যাপ থেকে লেনদেন, কেনাকাটা বিল পেমেন্ট করলেও মিলবে বিশেষ রিওয়ার্ড। অ্যানড্রয়েড ও আইফোন গ্রাহকরা ১১টি প্রাদেশিক ভাষায় এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190