১,০০০ টাকার কম দামে সেরা পোর্টেবল ব্লুটুথ স্পিকারগুলি দেখে নিন

By Gizbot Bureau
|

প্রায় দেড় বছর হল প্রায় সকলেও ঘর বন্দি। এই সময় অনেকেই একাধিক নতুন গ্যাজেট কিনেছেন। নতুন লাইফ স্টাইলের সঙ্গে মানিয়ে নিতেই অনেকে গ্যাজেট কিনেছেন। বাড়ি থেকে অফিস করার জন্য ঘরে এসেছে অনেক নতুন গ্যাজেট। কিন্তু আপনি যদি ১,০০০ টাকার কম দামে ব্লুটুথ স্পিকার কেনার পরিকল্পনা করে থাকেন তবে সঠিক জায়গায় হাজির হয়েছেন। এই প্রতিবেদনে এক হাজার টাকার কম দামের সেরা স্পিকারগুলি দেখে নেব।

জেব্রোনিক্স

এই তালিকায় রয়েছে বোট, জেব্রোনিক্স, মিভি, পিট্রন সহ একাধিক জনপ্রিয় কোম্পানি। যেমন মাত্র ৮৯৯ টাকায় আপনি পেয়ে যাবেন মিভি প্লে ৫ ওয়াট ব্লুটুথ স্পিকার। দেখে নিন এমনই কিছু দুর্দান্ত স্পিকার যেগুলি কিনতে আপনার এক হাজার টাকার কম খরচ হবে।

মিভি প্লে ৫ ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার

মিভি প্লে ৫ ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার

দাম - ৮৯৯ টাকা

স্পেসিফিকেশন

  • পাওয়ার আউটপুট - ৫ ওয়াট
  • পাওয়ার সোর্স - ব্যাটারি
  • ব্যাটারি লাইফ - ১২ ঘণ্টা
  • ব্লুটুথ ভার্সন - ৫
  • ওয়্যারলেস রেঞ্জ - ১০ মিটার
  • ব্লুটুথ ওয়্যারলেস মিউজিক স্ট্রিমিং
  • বোট স্টোন ১৯০এফ ৫ ওয়াড় ব্লুটুথ স্পিকার
     

    বোট স্টোন ১৯০এফ ৫ ওয়াড় ব্লুটুথ স্পিকার

    দাম ৮৯৯ টাকা

    স্পেসিফিকেশন

    • পাওয়ার আউটপুট - ৫ ওয়াট
    • পাওয়ার সোর্স - ব্যাটারি
    • ব্যাটারি লাইফ - ৪ ঘণ্টা
    • ব্লুটুথ ভার্সন - ৫
    • ওয়্যারলেস রেঞ্জ - ১০ মিটার
    • ব্লুটুথ ওয়্যারলেস মিউজিক স্ট্রিমিং
    • আইপিএক্স৭ ওয়াটার রেসিস্ট্যান্ট
    • টিডব্লিউএস ফিচার
    • জেব্রোনিক্স জেব অ্যাকশন ১০ ওয়াট ব্লুটুথ স্পিকার

      জেব্রোনিক্স জেব অ্যাকশন ১০ ওয়াট ব্লুটুথ স্পিকার

      দাম ৯৯৯ টাকা

      স্পেসিফিকেশন

      • পাওয়ার আউটপুট - ১০ ওয়াট
      • পাওয়ার সোর্স - ব্যাটারি
      • ব্যাটারি লাইফ - ৬ ঘণ্টা
      • ব্লুটুথ ভার্সন - ৫
      • ওয়্যারলেস রেঞ্জ - ৭ মিটার
      • ব্লুটুথ ওয়্যারলেস মিউজিক স্ট্রিমিং
      • মেমোরি কার্ড স্লট
      • জেব্রোনিক্স জেব কাউন্টি ৩ ওয়াট ব্লুটুথ স্পিকার

        জেব্রোনিক্স জেব কাউন্টি ৩ ওয়াট ব্লুটুথ স্পিকার

        দাম - ৬৪৫ টাকা

        স্পেসিফিকেশন

        • মাল্টি কানেক্টিভিটি অপশন, থাকছে ব্লুটুথ, ইউএসবি, মাইক্রো এসডি ও অক্স ইনপুটের সুবিধা।
        • থাকছে কল ফিচার ও বিল্ট ইন রেডিও।
        • স্পিকার ইমপিডেন্স ৪ ওহম
        • ১২০ হার্জ থেকে ১৫ কিলোহার্জ ফ্রিকোয়েন্সি রেঞ্জ
        • চার্জিং টাইম ৪-৫ ঘণ্টা
        • প্লেব্যাক টাইম - প্রায় ১০ ঘণ্টা
        • এফ ফেরোনস টিজি১১৩ পাওয়ার বুস্ট হাই সাউন্ড ব্লাস্ট

          এফ ফেরোনস টিজি১১৩ পাওয়ার বুস্ট হাই সাউন্ড ব্লাস্ট

          দাম ৪২৫ টাকা

          স্পেসিফিকেশন

          • পাওয়ার আউটপুট - ৯ ওয়াট
          • পাওয়ার সোর্স - ব্যাটারি
          • ব্যাটারি লাইফ - ৫ ঘণ্টা
          • মেমোরি কার্ড স্লট
          • পিট্রন ফিউশন ১০ ওয়াট ব্লুটুথ স্পিকার ১০ ওয়াট ব্লুটুথ স্পিকার

            পিট্রন ফিউশন ১০ ওয়াট ব্লুটুথ স্পিকার ১০ ওয়াট ব্লুটুথ স্পিকার

            দাম ৯৯৯ টাকা

            স্পেসিফিকেশন

            • পাওয়ার আউটপুট - ১০ ওয়াট
            • পাওয়ার সোর্স - ইউএসবি, ব্যাটারি
            • ব্যাটারি লাইফ - ৫ ঘণ্টা
            • ব্লুটুথ ওয়্যারলেস মিউজিক স্ট্রিমিং
            • মেমোরি কার্ড স্লট

Best Mobiles in India

English summary
What if we told you you could up your entertainment units under Rs. 1,000? Yes, you can get several audio accessories under Rs. 1,000, including portable speakers. We have listed some of the best portable speakers to buy in India under Rs. 1,000.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X