এক নজরে সেরা প্রিমিয়াম ল্যাপটপগুলি দেখে নিন

By Gizbot Bureau
|

লকডাউনের কারণে ঘরে বন্দি দেশবাসী। এই পরিস্থিতিতে সময় কাটানোর জন্য ভালো ল্যাপটপের চাহিদা বাড়ছে। যে কোন ট্রিপল এ টাইটেল গেম খেলতে চাই দুর্দান্ত কনফিগারেশন। প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপগুলি আপনার সেই চাহিদা পূরণ করবে।

ভারতে

এই মুহূর্তে ভারতে প্রায় সব জনপ্রিয় ল্যাপটপ প্রস্তুতকারী সংস্থার গেমিং ল্যাপটপ রয়েছে। এই ল্যাপটপগুলিতে দুর্দান্ত ডিসপ্লের সঙ্গেই রয়েছে শক্তিশালী প্রসেসর। এই সব ল্যাপটপেরই খুব সহজে আগামী কয়েক বছর সব ধরনের গেম চলবে।

এসুস আরওজি জি৭০৩জিআই-ই৫১৪৮টি ১৭.৩ ইঞ্চি ল্যাপটপ

এসুস আরওজি জি৭০৩জিআই-ই৫১৪৮টি ১৭.৩ ইঞ্চি ল্যাপটপ

এসুস আরওজি জি৭০৩জিআই-ই৫১৪৮টি ১৭.৩ ইঞ্চি ল্যাপটপের দাম ৪,৯৯,৯৯০ টাকা। এই ল্যাপটপে একটি ১৪৪হার্জ রিফ্রেশ রেট ১৭.৩ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। থাকছে ইনটেল কোর আই৯ প্রসেসর, ৬৪জিবি র‍্যাম ও ২টব এসএসডি স্টোরেজ। সঙ্গে রয়েছে ৮জিবি এনভিডিয়া গ্রাফিক্স কার্ড।

এসুস আরওজি জি৭০৩ ১৭.৩ ইঞ্চি এফএইচডি ১৪৪ হার্জ গেমিং ল্যাপটপ আরটিএক্স

এসুস আরওজি জি৭০৩ ১৭.৩ ইঞ্চি এফএইচডি ১৪৪ হার্জ গেমিং ল্যাপটপ আরটিএক্স

এই ল্যাপটপের দাম ৩,৯৯,৯৯০ টাকা। থাকছে একটি ১৭.৩ ইঞ্চি ১৪৪হার্জ ডিসপ্লে। এই ল্যাপটপে রয়েছে ইনটেল কোর আই৯ প্রসেসর, ৩২জিবি র‍্যাম, ১টিবি এসএসডি ও ৮জিবি এনভিডিয়া ২০৮০ আরটিএক্স গ্রাফিক্স কার্ড।

এমএসআই গেমিং জিটি৭৫ টাইটান

এমএসআই গেমিং জিটি৭৫ টাইটান

এই ল্যাপটপের দাম ৩,৪৯,৯৯০ টাকা। থাকছে একটি ১৭ ইঞ্চি ডিসপ্লে। সঙ্গে রয়েছে ইনটেল কোর আই৭ প্রসেসর, ৩২জিবি র‍্যাম, ১টিবি এসএসডি ও এনভিডিয়া ২০৮০ আরটিএক্স ৮জিবি গ্রাফিক্স কার্ড।

এসুস আরওজি জেফারাস জিএক্স৭০১ ১৭.৩ ইঞ্চি এফএইচডি ১৪৪হার্জ গেমিং ল্যাপটপ

এসুস আরওজি জেফারাস জিএক্স৭০১ ১৭.৩ ইঞ্চি এফএইচডি ১৪৪হার্জ গেমিং ল্যাপটপ

এই ল্যাপটপের দাম ২,৯৯,৯৯০ টাকা। থাকছে একটি ১৭.৩ ইঞ্চি ১৪৪ হার্জ ডিসপ্লে। ইনটেল কোর আই৭ প্রসেসরের সঙ্গেই রয়েছে ৩২জিবি র‍্যাম, ১টিবি এসএসডি ও আরটিএক্স ২০৮০ গ্রাফিক্স।

এইচপি ওমেন এক্স ২এস কোর আই৭ ডুয়াল স্ক্রিন গেমিং ল্যাপটপ

এইচপি ওমেন এক্স ২এস কোর আই৭ ডুয়াল স্ক্রিন গেমিং ল্যাপটপ

এই ল্যাপটপে রয়েছে ১৫.৬ ইঞ্চি ডুয়াল ডিসপ্লে। থাকছে ইনটেল কোর আই৭ প্রসেসর। এই এইচপি গেমিং ল্যাপটপের দাম ২,৭৪,৬৫৭ টাকা।

এইচপি ওমেন ইনটেল কোর৯ প্রসেসর

এইচপি ওমেন ইনটেল কোর৯ প্রসেসর

এই ল্যাপটপে রয়েছে ইনটেল কোর আই৯ প্রসেসর। সঙ্গে রয়েছে এনভিডিয়া ২০৮০ আরটিএক্স গ্রাফিক্স। এই ল্যাপটপের দাম ২,৪১,৩২০ টাকা।

Best Mobiles in India

English summary
This list of premium gaming laptops has devices from almost all the OEMs that offer the latest display, CPU, and GPU technology. These are also future-ready machines, which can easily run games for the next few years without any issue. Here are some of the best performing gaming laptops available in the market.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X