২০,০০০ টাকার নীচে এই স্যামসাং ফোনগুলিতে পাওয়া যাবে কুইক চার্জ

By Gizbot Bureau
|

স্মার্টফোন চার্জ করা এক রোজকার কাজ। ফোন কেনার সময় অনেকেই বড় ভ্যাটারির খোঁজ করেন। কিন্তু ফোনে যত বড় ব্যাটারি থাকবে ফোন চার্জ হতেও তত বেশি সময় লাগবে। তবে এই সমস্যার সমাধানে রয়েছে কুইক চার্জ পদ্ধতি। এতদিন শুধুমাত্র প্রিমিয়াম সেগমেন্টেই এই ফিচার পাওয়া যেত। গত এক বছরে মিডরেঞ্জ ফোনেও কুইক চার্জ থাকছে। এর ফলে জলদি ফোনের ব্যাটারি চার্জ করে নেওয়া যাবে। ২০,০০০ টাকার নীচে এই স্মার্টফোনগুলিতে রয়েছে কুইক চার্জ।

স্যামসাং গ্যালাক্সি এম ৪০

স্যামসাং গ্যালাক্সি এম ৪০

  • ৬.৩ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ইনফিনিটি ও ডিসপ্লে
  • অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট
  • ৬ জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ
  • অ্যানড্রয়েড পাই
  • ডুয়াল সিম
  • ৩২ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
  • ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ডুয়াল ৪জি ভিওএলটিই
  • ৩৫০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
  • স্যামসাং গ্যালাক্সি এ ২০

    স্যামসাং গ্যালাক্সি এ ২০

    • ৬.৪ ইঞ্চি এইচ ডি প্লাস ইনফিনিটি ভি ডিসপ্লে
    • অক্টাকোর এক্সিনোস ৭৮৮৪ চিপসেট
    • ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি স্টোরেজ
    • অ্যানড্রয়েড পাই
    • ডুয়াল সিম স্লট
    • ১৩ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
    • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
    • ডুয়াল ৪জি ভিওএলটিই
    • ৪০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
    • স্যামসাং গ্যালাক্সি এম ৩০

      স্যামসাং গ্যালাক্সি এম ৩০

      • ৬.৪ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ইনফিনিটি ইউ ডিসপ্লে
      • অক্টাকোর এক্সিনোস ৭৯০৪ চিপসেট
      • ৬ জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ
      • অ্যানড্রয়েড পাই
      • ডুয়াল সিম স্লট
      • ১৩ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
      • ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
      • ডুয়াল ৪জি ভিওএলটিই
      • ৫০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
      • স্যামসাং গ্যালাক্সি এ ৩০

        স্যামসাং গ্যালাক্সি এ ৩০

        • ৬.৪ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ইনফিনিটি ইউ ডিসপ্লে
        • অক্টাকোর এক্সিনোস ৭৯০৪ চিপসেট
        • ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ
        • অ্যানড্রয়েড পাই
        • ডুয়াল সিম স্লট
        • ১৬ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
        • ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
        • ডুয়াল ৪জি ভিওএলটিই
        • ৪০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
        • স্যামসাং গ্যালাক্সি এ ৫০

          স্যামসাং গ্যালাক্সি এ ৫০

          • ৬.৪ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ইনফিনিটি ইউ ডিসপ্লে
          • অক্টাকোর এক্সিনোস ৯৬১০ চিপসেট
          • ৬ জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ
          • অ্যানড্রয়েড পাই
          • ডুয়াল সিম স্লট
          • ২৫ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
          • ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
          • ডুয়াল ৪জি ভিওএলটিই
          • ৪০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
          • স্যামসাং গ্যালাক্সি এ৮ স্টার

            স্যামসাং গ্যালাক্সি এ৮ স্টার

            • ৬.২৮ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে
            • অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট
            • ৬ জিবি র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ
            • অ্যানড্রয়েড ওরিও
            • ডুয়াল সিম স্লট
            • ১৬ মেগাপিক্সেল + ২৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
            • ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
            • ডুয়াল ৪জি ভিওএলটিই
            • ৩৭০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
            • স্যামসাং গ্যালাক্সি সি৯ প্রো

              স্যামসাং গ্যালাক্সি সি৯ প্রো

              • ৬ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে
              • অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৫৩ চিপসেট
              • ৬ জিবি র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ
              • অ্যানড্রয়েড ওরিও
              • ডুয়াল সিম স্লট
              • ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
              • ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
              • ডুয়াল ৪জি ভিওএলটিই
              • ৪০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি

Best Mobiles in India

English summary
With the enlisted Samsung smartphones mentioned, you have the quick charging technology which helps in charging devices without any hassle.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X