লম্বা ভ্যালিডিটির নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল এয়ারটেল

By GizBot Bureau
|

৫৯৭ টাকার লম্বা ভ্যালিডিটির নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল এয়ারটেল। নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি ১৬৮ দিন। ভয়েস কল, ডাটা ও SMS এর সুবিধা সহ নতুন এই প্ল্যান লঞ্চ করেছে ভারতের এক নম্বর মোবাইল নেটওয়ার্ক। তবে নির্বাচিত কিছু গ্রাহকের জন্য ৫৯৭ টাকার এই প্ল্যান লঞ্চ করা হয়েছে। এই প্ল্যানে ভয়েস কলে কোন লিমিট থাকবে না। গ্রাহক যত খুশি ভয়েস কল করতে পারবেন। তবে নির্বাচিত কিছু গ্রাহকের জন্য এই প্ল্যান লঞ্চ করায় হতাশ হয়েছেন গ্রাহকরা।

 
লম্বা ভ্যালিডিটির নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল এয়ারটেল

এয়ারটেলের নতুন ১৬৮ ৫৯৭ টাকার প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ১৬৮ দিন। ৯৯৫ টাকার প্ল্যানের পরে এই প্রথম এতো লম্বা ভ্যালিডিটির প্ল্যান লঞ্চ করল এয়ারটেল। এই প্ল্যানে কোন লিমিট ছাড়াই যত খুশি ভয়েস কল করতে পারবেন গ্রাহকরা। এর সাথেই প্রতিদিল ১০০ টি SMS করতে পারবেন। এই প্ল্যানের সাথে গ্রাহকরা মোট 10GB ডাটা পাবেন।

তবে আজকের এই যুগে ১৬৮ দিনের জন্য মাত্র 10GB ডাটা খুবই কম বলে মনে করছেন টেক গুরুরা। তবে মাথায় রাখা প্রয়োজন যে সব গ্রাহক ফোনে কম ডাটা ব্যবহার করে বেশি কথা বলেন সেই গ্রাহকদের জন্য এই প্ল্যান লঞ্চ করা হয়েছে।

 

তবে ৯৯৫ টাকার প্ল্যানের মতো এই প্ল্যানে ডাটা কবে ব্যবহার করতে পারবেন সেই সীমা বেঁধে দেওয়া হয়নি। প্রসঙ্গত ৯৯৫ টাকার প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা ১৮০ দিনের ভ্যালিডিটি পান। এর সাথেই গ্রাহকরা আনলিমিটেড কল, রোজ ১০০ টি SMS আর মাসে 1GB করে ডাটা পান।

অ্যামাজনে শুরু হল গ্যাজেট সেলঅ্যামাজনে শুরু হল গ্যাজেট সেল

যদিও জিওর লম্বা ভ্যালিডিটির ৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কল, ১০০ টি SMS, আর 60GB ডাটা পান। এই প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিন। তবে এয়ারতেলের ৫৯৭ টাকার প্ল্যানে অনেক বেশি ভ্যালিডিটি পাওয়া গেলেও মাথায় রাখা প্রয়োজন নির্বাচিত কিছু গ্রাহক এয়ারটেলের এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। অন্যদিকে জিওর এই প্ল্যান নেটওয়ার্কের যে কোন গ্রাহজক ব্যবহার করতে পারবেন।

Best Mobiles in India

Read more about:
English summary
Bharti Airtel has launched a Rs 597 prepaid plan offering benefits for 168 days.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X