Just In
সাময়িকভাবে হ্যাক হওয়ার পরে বন্ধ রয়েছে বিজেপি ওয়েবসাইট
মঙ্গলবার সকালে হ্যাক হয়েছিল বিজেপি ওয়েবসাইট। এই প্রতিবেদন লেখার সময় বন্ধ রয়েছে বিজেপি ওয়েবসাইট। বিজেপি ওয়েবসাইট খুলতে কিছুক্ষণ “error 522” মেসেজ দেখিয়েছে। তবে কে বা কারা বিজেপি ওয়েবসাইট হ্যাক করেছে তা জানা যায়নি। তবে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গিয়েছে ওয়েবসাইট বন্ধ হওয়ার আগে সেখানে নরেন্দ্র মোদি ও জার্মান চান্সেলার অ্যাঙ্গেলা মার্কেলের কিছু হাস্যকর ছবি দেখা গিয়েছিল। কতক্ষণ পার্টি ওয়েবসাইট বন্ধ থাকবে সেই বিষয়ে কোন মন্তব্য করেনি ভারতীয় জনতা পার্টি।

এই মুহুর্তে বিজেপি ওয়েবসাইট ওপেন করলে “error 522” মেসেজের পরিবর্তে একটি মেসেজ দেখানো হচ্ছে। এই মেসেজে জানানো হয়েছে “আমরা শিঘ্রই ফিরে আসব। আপনাদের আসুবিধার জন্য আমরা দুঃখিত। এই মুহুর্তে ওয়েবসাইট মেরামতির কাজ চলছে। শিঘ্রই ওয়েবসাইট অনলাইন হবে।”
তবে এই ওয়েবসাইট কে বা কারা হ্যাক করেছে সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে টুইটারে ঝড় উঠতে শুরু করেছে। একাধিক ব্যাক্তি এই ঘটনাকে কেন্দ্র করে পোস্ট করতে শুরু করেছেন। এই মুহুর্তে ভারতের অন্যতম ট্রেন্ডিং টপিকের শিরোপা কেড়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টির ওয়েবসাইট হ্যাকিং এর ঘটনা। কতক্ষণ পার্টি ওয়েবসাইট বন্ধ থাকবে তা জানাইয়নি ভারতীয় জনতা পার্টি।
এই মুহুর্তে বিজেপি ওয়েবসাইট ওপেন করলে “error 522” মেসেজের পরিবর্তে একটি মেসেজ দেখানো হচ্ছে। এই মেসেজে জানানো হয়েছে “আমরা শিঘ্রই ফিরে আসব। আপনাদের আসুবিধার জন্য আমরা দুঃখিত। এই মুহুর্তে ওয়েবসাইট মেরামতির কাজ চলছে। শিঘ্রই ওয়েবসাইট অনলাইন হবে।”
তবে ঠিক কখন এই ওয়েবসাইট হ্যাক হয়েছে তা জানা যায়নি। এখনও কোনও সংগঠন এই হ্যাকিং এর দায় স্বীকার করেনি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470