ভারতে এল শাওমির গেমিং ফোন ব্ল্যাক শার্ক ২

By Gizbot Bureau
|

মার্চ মাসে চিনে লঞ্চ হয়েছিল শাওমির গেমিং ফোন ব্ল্যাক শার্ক ২। অবশেষে ভারতে এল এই স্মার্টফোন। এই ফোনে রয়েছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট, অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম আর একটি ২৪০ হার্ৎজ অ্যামোলেড ডিসপ্লে। গেম খেলার সময় ফোনের প্রসেসার ঠান্ডা রাখতে থাকছে লিকুইড কুল ৩.০।

ভারতে এল শাওমির গেমিং ফোন ব্ল্যাক শার্ক ২

ভারতে ৬ জিবি র‍্যাম আর ১২৮জিবি স্টোরেজে ব্ল্যাক শার্ক ২ এর দাম ৩৯,৯৯৯ টাকা। ১২ জিবি র‍্যাম আর ২৫৬ জিবি স্টোরেজে এই ফোন কিনতে ৪৯,৯৯৯ টাকা খরচ হবে।

ভারতে শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে ব্ল্যাক শার্ক ২। ৪ জুন শুরু হবে বিক্রি। কালো ও রূপালি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

ব্ল্যাক শার্ক ২ স্পেসিফিকেশন

ব্ল্যাক শার্ক ২ ফোনে রয়েছে একটি ৬.৩৯ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ২৪০ হার্ৎজ। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট, অ্যাদ্রিনো ৬৪০ জিপিইউ, ১২ জিবি র‍্যাম আর ২৫৬ জিবি স্টোরেজ।

ছবি তোলার জন্য ব্ল্যাক শার্ক ২ ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি ১২ মেগাপিক্সেল ২ক্স অপ্টিকাল জুম ক্যামেরা। সেলফি তোলার জন্য ব্ল্যাক শার্ক ২ তে রয়েছে একটি ২০ মেগাপিক্সেল সেন্সার।

এই ফোনে প্রসেসার ঠান্ডা রাখার জন্য বিশেষ লিকুইড কুল ৩.০ প্রযুক্তি ব্যবহার করেছে শাওমি। এর ফলে গেম খেলার সময় ১৪ ডিগ্রি পর্যন্ত ঠান্ডা থাকবে এই ফোনের প্রসেসার। কানেক্টিভিটির জন্য ব্ল্যাক শার্ক ২ ফোনে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, ৪জি ভিওএলটিই, ৩.৫ মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে রয়েছে একটি ৪,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।

Best Mobiles in India

Read more about:
English summary
Black Shark 2 with Snapdragon 855 processor launched in India, price starts at Rs 39,999

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X