৪০০০এমএএইচ ব্যাটারি, টাচস্ক্রিন ডিসপ্লে, আসছে ব্ল্যাকবেরি মোশন

খুব শিগগিরই বাজারে আসতে চলেছে ব্ল্যাকবেরির নতুন ফোন, ব্ল্যাকবেরি মোশন। শক্তিশালী ব্যাটারি আর টাচস্ক্রিন ডিসপ্লে এর ইউএসপি।

By Sabyasachi Chakraborty
|

দুবাইয়ের Gulf Information Technology Expo (GITEX)-তে ব্ল্যাকমেরি মোশন স্মার্টফোন বাজারে আনার কথা ঘোষণা করল TCL।

৪০০০এমএএইচ ব্যাটারি, টাচস্ক্রিন ডিসপ্লে, আসছে ব্ল্যাকবেরি মোশন

ফোনে রয়েছে physical QWERTY keyboard এবং ফুল টাচস্ক্রিন। IP67 rating-এর ওয়াটার রেসিস্ট্যান্ট ফোনটি। ৩.৩ ফুট জলের তলাতেও আধঘণ্টা ধরে চলবে ফোনটি। Android 7.1 Nougat ইনস্টল করা থাকলেও সামনের বছর Android 8.0 Oreo-তেও আপডেট করা যাবে এটিকে। এছাড়াও স্মার্টফোনে থাকছে বিশেষ ফিচার Locker Mode এবং Convenience Key।

ফিচার্স

ফিচার্স

সাড়ে পাঁচ ইঞ্চির Premium Anti-Scratch touchscreen display সঙ্গে FHD 1080p resolution রয়েছে ব্ল্যাকবেরি মোশনে। এছাড়াও থাকছে octa-core Snapdragon ৬২৫ SoC paired সঙ্গে Adreno ৫০৬ GPU, ৪জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ। এছাড়াও মিলবে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যাপারচার f/2.0। ফন্টে থাকছে ৮মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

চার্জের জন্য USB Type-C port থাকছে। ব্যাটারি ৪০০০এমএএইচের। অবশ্যই ফাস্ট চার্জিং টেকনোলজির। ০ থেকে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ৪০ মিনিটে। কম ব্যবহার করলে দু দিন থাকবে চার্জ।

অন্যান্য ফিচার্স
 

অন্যান্য ফিচার্স

ব্ল্যাকবেরি মোশনে রয়েছে লকার মোড। ডিভাইসের ইন্টারনাল স্টোরেজে থাকবে আপনার দরকারি ডকুমেন্টস, ছবি বা ভিডিও। পিন কোড বা আপনার ফিঙ্গারপ্রিন্টেই ওপেন হবে তা। এছাড়াও রয়েছে কনভেনিয়েন্স কি।

চারটে কাস্টমাইজ প্রোফাইল থাকবে তাতে। হোম, অফিস, কার এবং ইউজার। হোম ওয়াইফাই নেটওয়ার্ক, মিটিংস ও ইনকার ব্লুটুথে সেটিংসে তা পাল্টানো যাবে। ব্ল্যাকবেরি হাবের সঙ্গে তার লিঙ্ক থাকবে।

অ্যান্ড্রয়েড বিটায় একগুচ্ছ নতুন ইমোজি আনতে চলেছে হোয়াটসঅ্যাপঅ্যান্ড্রয়েড বিটায় একগুচ্ছ নতুন ইমোজি আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

দাম ও মিলছে কোথায়

দাম ও মিলছে কোথায়

ব্ল্যাকবেরি মোশনের দাম পড়তে পারে ৩০ হাজার ৩০০ টাকার মতো। পরের মাসেই বাজারে আসতে চলেছে এটি। তবে ঠিক কোনখানে পাওয়া যাবে, সেটা এখনও জানা যায়নি।

Best Mobiles in India

Read more about:
English summary
BlackBerry Motion with a touchscreen display and water resistant build has been announced officially and will go on sale later this month.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X