Just In
Don't Miss
এবার আমাজন থেকেই বুক করা যাবে বাস ও ট্রেনের টিকিট
শীঘ্রই আমাজন থেকে বাস ও ট্রেনের টিকিট বুক করা যাবে। এছাড়াও বুক করা যাবে হোটেল। আমাজন পে ব্যবহার করে এই সব পরিষেবা ব্যবহারের জন্য ইতিমধ্যেই নতুন অ্যাপ তৈরি শুরু করেছে মার্কিন ই-কমার্স কোম্পানিটি।
কোম্পানির অ্যাপ ও ওয়েবসাইট থেকে নতুন এই পরিষেবাগুলি ব্যবহার করা যাবে। সম্প্রতি এক মূত্র মারফৎ এই খবর সামনে এসেছে।
ওয়ালমার্টের ফোনপে অ্যাপকে টেক্কা দিতেই নতুন এই অ্যাপ নিয়ে আসছে আমাজন। ইতিমধ্যেই বিভিন্ন বিভাগের ৫০ টি বেশি অ্যাপ ফোনপে প্ল্যাটফর্ম থেকে ব্যবহার করা যায়। একই ভাবে গুগল পে ও পেটিএম এর মতো জনপ্রিয় কোম্পানিগুলির সাথেও প্রতিযোগিতায় নামবে আমাজন।
ইতিমধ্যেই ফ্লাইট ও হোটেল বুকিংয়ের মতো পরিষেবা নিয়ে এসেছে ফ্লিপকার্ট। তাই হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয় আমাজন। আমাজন প্রধানত প্রাইম গ্রাহকদের উপর বেশি জোর দিতে চাইছে। আমাজন জানিয়েছে প্রাইম গ্রাহকরা অন্যান্য গ্রাহকদের থেকে তাদের প্ল্যাটফর্মে অনেক বেশি খরচ করেন।
কয়েক বছর আগে চিনে একই ভাবে ডিজিটাল পেমেন্টে বিপ্লব এনেছিল উইচ্যাট পে আর আলি পে। নিজেদের অ্যাপের মধ্যেই সব পরিষেবা যোগ করে অন্য সব অ্যাপকে কার্যত অপ্রাসঙ্গিক করে দিয়েছিল এই দুই পেমেন্ট সার্ভিস। যদিও ভারতে এখনও সেই ধরনের কোন পেমেন্ট সার্ভিস লঞ্চ হয়নি। ইতিমধ্যেই রেডবাসের সাথে এই বিষয়ে কথা শুরু করেছে আমাজন। যদিও আমাজনের এক আধিকারিক জানিয়েছেন, “ভবিষ্যতে আমরা নাও করতে পারি এমন বিষয়ে মন্তব্য করব না।”
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছিল শীঘ্রই খাবার ডেলিভারি শুরু করবে আমাজন।
অনেক দিন ধরেই আমাজন পে পরিষেবায় ধীরে ধীরে অনেক লগ্নি করছে আমাজন। শুধুমাত্র গত দুই বছরে আমাজন পে পরিষেবায় ২,৬০০ কোটি টাকা লগ্নি করেছে কোম্পানি। ক্যাশ-ব্যাক ও মার্কেটিংয়ে এই টাকা খরচ হয়েছে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190