ডিটিএইচ এর নিয়ম বদলাতে চলেছে ট্রাই, কমতে পারে টিভি দেখার খরচ

By Gizbot Bureau
|

কয়েক মাস আগেই ভারতে ব্রডকাস্ট ট্যারিফে বিপুল পরিবর্তন নিয়ে এসেছিল টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া। এর পর থেকেই গ্রাহকরা টিভি দেখার খরচ বেড়ে গিয়েছে বলে অভিযোগ জানিয়েছেন। গ্রাহকরা জানিয়েছেন যে সব চ্যানেল দেখার ইচ্ছা রয়েছে সব চ্যানেল দেখতে খরচ আগের থেকে অনেক বেশি হচ্ছে বলেই জানিয়েছেন গোটা দেশের গ্রাহকরা। এবার সেই সমস্যার সমাধানে উদ্যোগী হল ট্রাই।

 
ডিটিএইচ এর নিয়ম বদলাতে চলেছে ট্রাই, কমতে পারে টিভি দেখার খরচ

ট্রাই জানিয়েছে নতুন নিয়মে টিভি দেখার মাসিক খরচ কমতে পারে। অন্তত বিশেষজ্ঞরা তাই মনে করছেন। এছাড়াও ট্রাই জানিয়েছে নতুন নিয়ম ব্যবহার করে গ্রাহকের কাছ থেকে উদ্দেশ্যপ্রনোদিতভাবে বেশি টাকা নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার তিরিশটি প্রশ্ন সহ একটি খসড়া প্রকাশ করেছে টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া। সেখানে একসাথে একাধিক চ্যানেল দেওয়া যাবে কি না তা নিয়ে প্রশ্ন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন চ্যানেল একসাথে করে যে প্যাক তৈরী করছে কোম্পানিগুলি তার উপরে কড়া নজড় রাখবে ট্রাই।

 

এই বিষয়ে রেগুলেটর ইতিমধ্যেই কেবেল অপারেটর আর ডিটিএইচ প্রোভাইডারদের সাথে আলোচনায় বসছে। বোকের বাইরে আ-লা-কার্টে চ্যানেলের বেশি দাম নিয়ে আলোচনা হতে পারে। ২০১৮ সালের ডিসেম্বর মাসে নতুন নিয়ম শুরু করেছিল ট্রাই। ইতিমধ্যেই বিভভিন চ্যানেলের বিভাগ সম্পর্কে ধন্ধ শুরু হয়েছে।

“ব্রডকাস্টার ও ডিপিও রা বিভিন্ন বোকে গ্রাহকদের সামনে নিয়ে এসেছেন। এর ফলে গ্রাহকের মধ্যে ধন্ধ তৈরী হচ্ছে।” জানিয়েছেন ট্রাই এর সেক্রেটারি এসকে গুপ্তা।

বোকে চ্যানেলে বেশি ডিসকাউন্ট দিয়ে গ্রাহককে সেই প্ল্যান নিয়ে বাধ্য করা হচ্ছে। সেই সব প্যাকের মধ্যে এমন অনেক চ্যানেল থাকছে যা গ্রাহক কখনই দেখেন না। যে কারনে নতুন নিয়ম নিয়ে আসা হচ্ছিল তা লঙ্ঘন করছে এই বোকে প্ল্যানগুলি। এই সমস্যার সমাধান করতে চাইছে টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া।

Best Mobiles in India

Read more about:
English summary
Broadcasters Misused Tariff Order: TRAI!

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X