Jio, Airtel কে টক্কর দিতে নতুন কি প্ল্যান আনল BSNL?

|

এয়ারটেল, ভোডাফোন ও জিওকে টক্কর দিতে এবার নতুন পোস্টপেড প্ল্যান আনল রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। জিওকে টক্কর দিতে প্রথম থেকেই উঠেপড়ে লেগেছিল বিএসএনএল। 'ডাটা সুনামি’ নামের নতুন এই প্ল্যানে আবার গ্রাহকদের মন জয় করার চেষ্টা করছে কোম্পানিটি।

Jio, Airtel কে টক্কর দিতে নতুন কি প্ল্যান আনল BSNL?

নতুন এই পোস্টপেড প্ল্যানে গ্রাহকদের মাসে ৪৯৯ টাকা দিতে হবে। এর বিনিময়ে এই প্ল্যানের গ্রাহকরা প্রতি মাসে পাবেন মাসে 45GB ডাটা। যদিও এই প্ল্যানে আগের মাসে না ব্যাবহার করা ডাটা পরের মাসে যোগ হবে না। এছাড়াও এই প্ল্যানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড, ভয়েস কল। লোকাল, ন্যাশানাল এমনকি রোমিংএও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন গ্রাহকরা। এর সাথেই নতুন এই ৪৯৯ টাকার পোস্টপেড প্ল্যানে গ্রাহকরা রোজ ১০০ টি লোকাল ও ন্যাশানাল এসএমএস পাবেন সম্পূর্ণ বিনামুল্যে।

এই প্ল্যানে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিংএর সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে আনলিমিটেড কলিং এ নেই কোন ডেইলি বা মাসিক লিমিটেশান। এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া পোস্টপেডে একই টাকায় গ্রাহকরা 40GB ডাটা পান। যা বিএসএনএল এর এই পোস্টপেড প্ল্যানের থেকে 5GB কম। যদিও এই সবকটি নেটওয়ার্কেই আগের মাসের ব্যাবহার না করা ডাটা যোগ হয়ে যায় পরের মাসে। আর এই সুবিধা পাওয়া যাবে না বিএসএনএল এর ৪৯৯ টাকার এই পোস্টপেড প্ল্যানে।

অন্যদিকে প্রিপেডে রিলায়েন্স জিও ৫০৯ টাকার রিচার্জে ২৮ দিনের জন্য প্রতিদিন 4GB ডাটা দিচ্ছে গ্রাহকদের। এর সাথেই রয়েছে আনলিমিটেড কলিং, ও রোজ ১০০ টি এসএমএস এর সুবিধা।

এছাড়াও বিএসএনএল সম্প্রতি লঞ্চ করেছে ৩৯৯ টাকার পোস্টপেড প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা প্রতি মাসে পাবেন 30GB ডাটা, আনলিমিটেড কলিং ও রোজ ১০০ টি এসএমএস।

কোথায় ব্যাবহার হচ্ছে আপনার আধার? জেনে নেওয়ার সহজ উপায়কোথায় ব্যাবহার হচ্ছে আপনার আধার? জেনে নেওয়ার সহজ উপায়

Best Mobiles in India

Read more about:
English summary
BSNL is offering more data than its rivals with the Rs 499 postpaid plan.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X