এসে গেল নতুন ভারত ফাইবার প্ল্যান: প্রতিযোগীদের থেকে কী বেশি দিচ্ছে বিএসএনএল?

By Gizbot Bureau
|

ভারত ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য একগুচ্ছ নতুন প্ল্যান নিয়ে এল বিএসএনএল। ৪৯৯ টাকা থেকে বিএসএনএল এর ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান শুরু হচ্ছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে ২৯ ডিসেম্বরের আগে রিচার্জ করলে নতুন প্ল্যানের সুবিধা পাওয়া যাবে।

এসে গেল নতুন ভারত ফাইবার প্ল্যান: প্রতিযোগীদের থেকে কী বেশি দিচ্ছে

আপাতত চারটি নতুন প্ল্যান সামনে এসেছে। এয়ারটেল, জিওফাইবার ও টাটা স্কাইয়ের থেকে নতুন প্ল্যানে কী বেশি সুবিধা পাওয়া যাচ্ছে? দেখে নিন।

ভারত ফাইবার ৪৯৯ টাকা প্ল্যান

এই প্ল্যানে ৩০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলিং।

এয়ারটেল ব্রডব্যান্ড ৪৯৯ টাকা প্ল্যান

৪৯৯ টাকা প্ল্যানে ৪০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও থাকছে ভুট মিউজিক, ইরস নাও, হাঙ্গামা প্লে, শিমারো মি, হইচই ও আলট্রা সাবস্ক্রিপশন। এয়ারটেল এক্সট্রিম অ্যাপ থেকে এই স্ট্রিমিং সার্ভিস দেখা যাবে।

জিওফাইবার ৩৯৯ টাকা প্ল্যান

এই প্ল্যানে ৩০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা দিচ্ছে জিওফাইবার। যদিও সঙ্গে কোন স্ট্রিমিং সার্ভিস থাকছে না।

বিএসএনএল ভারত ৭৯৯ টাকা প্ল্যান

৭৯৯ টাকা প্ল্যানে ১০০ এমবিপিএস স্পিডে ডাউনলোড করা যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলিং।

এয়ারটেল ব্রডব্যান্ড ৭৯৯ টাকা প্ল্যান

৪৯৯ টাকা প্ল্যানে ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও থাকছে ভুট মিউজিক, ইরস নাও, হাঙ্গামা প্লে, শিমারো মি, হইচই ও আলট্রা সাবস্ক্রিপশন। এয়ারটেল এক্সট্রিম অ্যাপ থেকে এই স্ট্রিমিং সার্ভিস দেখা যাবে।

জিওফাইবার ৬৯৯ টাকা প্ল্যান

এই প্ল্যানে ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা দিচ্ছে জিওফাইবার। এই প্ল্যানেও কোন ওটিটি সাবস্ক্রিপশন দিচ্ছে না জিও।

টাটা স্কাই ব্রডব্যান্ড ৮৫০ টাকা প্ল্যান

এই প্ল্যানের সঙ্গেও ১০০ এমবিপিএস আনলিমিটেড ডেটা পাওয়া যাবে।

বিএসএনএল ভারত ফাইবার ৯৯৯ টাকা প্ল্যান

এর পরেই আসছে বিএসএনএল ভারত ফাইবার ৯৯৯ টাকা প্ল্যান। এই প্ল্যানে ২০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলিং। এছাড়াও এই প্ল্যানের সঙ্গে ডিজনি প্লাস হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।

এয়ারটেল ব্রডব্যান্ড ৯৯৯ টাকা প্ল্যান

এই প্ল্যানেও ২০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা থাকছে। এছাড়াও থাকছে ভুট মিউজিক, ইরস নাও, হাঙ্গামা প্লে, শিমারো মি, হইচই ও আলট্রা সাবস্ক্রিপশন। এয়ারটেল এক্সট্রিম অ্যাপ থেকে এই স্ট্রিমিং সার্ভিস দেখা যাবে।

জিওফাইবার ৯৯৯ টাকা ব্রডব্যান্ড প্ল্যান

৯৯৯ টাকায় ১৫০ এমবিপিএস স্পিড দেবে জিওফাইবার। সঙ্গে থাকছে আমাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার, সনিলিভ, জি৫, সানএনএক্সটি, ভুট, আল্টবালাজি, হইচই, শিমারোমি, জিওসিনেমা সাবস্ক্রিপশন।

টাটা স্কাই ব্রডব্যান্ড ৯৫০ টাকা প্ল্যান

এই প্ল্যানের গ্রাহকরাও ১৫০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।

ভারত ফাইবার ১৪৯৯ টাকা প্ল্যান

এই প্ল্যানে ৩০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলিং। ছাড়াও এই প্ল্যানের সঙ্গে ডিজনি প্লাস হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।

এয়ারটেল ব্রডব্যান্ড ১৪৯৯ টাকা প্ল্যান

এই প্ল্যানেও মিলবে ৩০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা। এছাড়াও থাকছে ভুট মিউজিক, ইরস নাও, হাঙ্গামা প্লে, শিমারো মি, হইচই ও আলট্রা সাবস্ক্রিপশন।

জিওফাইবার ১৪৯৯ টাকা প্ল্যান

১৪৯৯ টাকা প্ল্যানে ৩০০ এমবিপিএস স্পিড পাওয়া যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড ডেটা। সঙ্গে থাকছে নেটফ্লিক্স (বেসিক), আমাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার, সনিলিভ, জি৫, সানএনএক্সটি, ভুট, আল্টবালাজি, হইচই, শিমারোমি, জিওসিনেমা সাবস্ক্রিপশন।

টাটা স্কাই ব্রডব্যান্ড ১৫০০ টাকা প্ল্যান

এই প্ল্যানেও মিলবে ৩০০ এমবিপিএস স্পিড।

Best Mobiles in India

Read more about:
English summary
BSNL Bharat Fiber Broadband Plans Launched; Is It Better Than Airtel, Jio?

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X