দুটি জনপ্রিয় প্রিপেড রিচার্জ বন্ধ করে দিল বিএসএনএল

By Gizbot Bureau
|

৩৩৩ টাকা ও ৪৪৪ টাকা প্রিপেড রিচার্জ তুলে নিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। ২০১৭ সালে এই দুটি রিচার্জ নিয়ে এসেছিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এছাড়াও ৩৩৯ টাকা, ৩৭৯ টাকা ও ৩৯২ টাকা প্রিপেড রিচার্জ বন্ধ করে দিয়েছে বিএসএনএল। সম্প্রতি একই দামে তিনটি নতুন প্ল্যান লঞ্চ করেছিল কোম্পানিটি। এর পরেই একাধগিক প্রিপেড প্ল্যান তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল বিএসএনএল।

দুটি জনপ্রিয় প্রিপেড রিচার্জ বন্ধ করে দিল বিএসএনএল

৪৪৪ টাকা প্ল্যানে দিনে 4উ ডেটা ব্যবহার করা যেত। এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল ৯০ দিন। ৩৩৩ টাকা প্ল্যানে পাওয়া যেত দিনে 3উ ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটিও ৯০ দিন।

এছাড়াও এন্ট্রি লেভেলে ১০ টাকা ও ২০ টাকা রিচার্জ তুলে নিয়েছে বিএসএনএল । এবার থেকে বিএসএনএল গ্রাহকরা আর এই দুই রিচার্জ করতে পারবেন না। অনলাইনে এই দুই রিচার্জ বন্ধ হলেও এখনো ভাউচার কার্ডের মাধ্যমে ১০ টাকা ও ২০ টাকা রিচার্জ করতে পারবেন বিএসএনএল প্রিপেড গ্রাহকরা।

সম্প্রতি ধামাকা প্ল্যানের ভ্যালিডিটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এই প্ল্যানে বিএসএনএল প্রিপেড গ্রাহকরা নিজের ডাটার উপরে প্রতিদিন অতিরিক্ত 2.2GB ডাটা ব্যবহার করতে পারবেন।

গত বছরের শুরুতে এই অফার লঞ্চ হয়েছিল। কোম্পানি জানিয়েছিল ৩১ মার্চ পর্যন্ত এই অফার ব্যবহার করা যাবে। এই অফার গ্রাহকের মন জয় করার কারনে এবার আরও কয়েক মাস অতিরিক্ত ডাটার এই অফার বাজারে রাখার সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়াত্ব সংস্থাটি।

একাধিকবার বিএসএনএল বাম্পার অফারের ভ্যালিডিটি বাড়ানো হয়েছে। তবে এই প্ল্যানের সাথে প্রতিযোগিতায় এখনও অন্য কোন কোম্পানি নতুন প্ল্যান নিয়ে আসেনি। বিএসএনএল জানিয়েছে জুন মাস পর্যন্ত প্রিপেড রিচার্জে দিনে 2.2GB অতিরিক্ত ডেটা পাবেন গ্রাহকরা।

Best Mobiles in India

Read more about:
English summary
BSNL has drop two recharge plans worth Rs 333 and Rs 444 from several telecom circles.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X