৩৯৯ টাকায় আনলিমিটেড কল আর 30GB ডাটা দেবে বিএসএনএল

|

পোস্টপেড গ্রাহকদের জন্য নতুন প্ল্যান লঞ্চ করলো রাষ্ট্রায়াত্ত টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেড। 'হোলি ধামাকা' নামের এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ডাটা বেনিফিট। এই প্ল্যানে পোস্টপেড গ্রাহকরা পাবেন লোকাল, এসটিডি ও রোমিং সহ আনলিমিটেড ভয়েস কল। এর জন্য গ্রাহককে প্রতি বিলিং সাইকেলে দিতে হবে ৩৯৯ টাকা। এর সাথেই এই প্ল্যানে থাকবে 30GB ডাটা।

৩৯৯ টাকায় আনলিমিটেড কল আর 30GB ডাটা দেবে বিএসএনএল

এই প্ল্যানে নেই কোন ডেইলি ডাটা লিমিট। আর এখানেই বিএসএনএল এগিয়ে রয়েছে অন্যান্য প্রাইভেট প্রোভাইডারের থেকে। যদিও বিএসএনএল এর 4G কভারেজ অন্যান্য অপারেটারের থেকে খারাপ হওয়ায় গ্রাহকদের মন কাড়তে পারছে কোম্পানি। শুধুমাত্র কেরালাতে রয়েছে কোম্পানির 4G সার্ভিস।

নতুন এই প্ল্যানের ব্যাপারে জানাতে গিয়ে কোম্পানির ডিরেক্টর আর কে মিত্তাল জানান, "এই পোস্টপেড প্ল্যানে গ্রাহকরা পাবেন 30GB ডাটা।" ৩৯৯ টাকার এই প্ল্যান বাজারে অন্য যে কোন প্রোভাইডারের থেকে ভালো বলে জানান মিঃ মিত্তাল।

সারা দেশের বিএসএনএল পোস্টপেড গ্রাহকরা ব্যাবহার করতে পারবেন এই ৩৯৯ টাকার প্ল্যান। এই প্ল্যান নিঃসন্দেহে ভোডাফোন ও এয়ারটেলের ৩৯৯ টালার প্ল্যানকে টক্কর দেবে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও ভোদাফোন ও এয়ারটেলের প্ল্যানে ডাটাতে থাকবে ডেইলি ক্যাপিং।

প্রি বুকিং শুরু হল Galaxy S9 আর Galaxy S9+, বিক্রি শুরু ১৬ মার্চপ্রি বুকিং শুরু হল Galaxy S9 আর Galaxy S9+, বিক্রি শুরু ১৬ মার্চ

এছাড়াও গত মাসে বিএসএনএল পোস্টপেড গ্রাহকদের জন্য লঞ্চ করেছিল ১৫৯৫ টাকার প্ল্যান। এই প্ল্যানেও গ্রাহকরা ব্যাবহার করতে পারবেন আনলিমিটেড কিলিং এর সুবিধা। ১৫৯৫ টকার প্ল্যানটিও সারা দেশের বিএসএনএল এর পোস্টপেড গ্রাহকরা ব্যাবহার করতে পারবেন।

Best Mobiles in India

Read more about:
English summary
BSNL has launched a new plan for its postpaid users in India. Dubbed as 'Holi Dhamaka', the plan offers unlimited voice calls including local, STD and roaming at Rs. 399 for one billing cycle. Additionally, the plan provides 30GB data without any daily limit.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X