Just In
আইপিএল উপলক্ষ্যে নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল বিএসএনএল
শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বিশ্বের সবথেকে জনপ্রিয় টি২০ লিগ শুরু হওয়ার পরেই সব কোম্পানি নিজেদের অফার নিয়ে হাজির হয়েছে। পিছিয়ে নেই ভারত সঞ্চার নিগম লিমিটেড। গ্রাহকদের জন্য একাধিক নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হয়েছে রাষ্ট্রায়াত্ব সংস্থাটি।

বিএসএনএল ট্যুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে আইপিএল উপলক্ষ্যে একাধিক নতুন প্রিপেড প্ল্যানের কথা। ১৯৯ টাকা প্ল্যানে থাকছে দিনে 1GB ডেটা। সাথে থাকছে আনলিমিটেড লোকাল ন্যাশানাল আর রোমিং কল আর দিনে ১০০ টা এসএমএস। ১৯৯ টাকা বিএসএনএল প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
৪৯৯ টাকা প্ল্যানে ৯০ দিন ভ্যালিডিটি দেবে বিএসএনএল। এই প্ল্যানের সাথেও রোজ 1GB ডেটা, আনলিমিটেড লোকাল ন্যাশানাল রোমিং কল আর দিনে ১০০ টা এসএমএস এর সুবিধা পাওয়া যাবে।
এছাড়াও আইপিএল উপলক্ষ্যে গ্রাহকদের জন্য ক্রিকেট স্কোর টিউন পরিষেবা নিজে এসেছে বিএসএনএল। এর ফলে বিএসএনএল গ্রাহককে কেউ ফোন করলে সাধারন ডায়াল টিউনের পরিবর্তে লাইভ স্কোর শোনা যাবে।
সম্প্রতি ৫৯৯ টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। এই প্ল্যানে ১৮০ দিন আনলিমিটেড কল করা যাবে। নির্বাচিত কিছু সার্কেলের গ্রাহকরাই এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। তবে এই প্ল্যানের সাথে কোনও ডেটা পাওয়া যাবে না। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের লিস্টিং এ ৫৯৯ টাকা প্ল্যান দেখা গিয়েছে। তবে আনলিমিটেড ভয়েস কলের সাথে ৫৯৯ টাকায় কোনও ডেটা ব্যবহারের সুবিধা দিচ্ছে না বিএসএনএল।
এছাড়াও শুধুমাত্র ভয়েস কলের জন্য ৯৯ টাকা ও ৩১৯ টাকা প্ল্যান নিয়ে হাজির হয়েছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। লঞ্চের সময় এই দুটি প্ল্যানে যথাক্রমে ২৬ দিন ও ৯০ দিন ভ্যালিডিটি পাওয়া যেত। সম্প্রতি ৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে ২৪ দিন আর ৩১৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন করেছে বিএসএনএল।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470