Just In
Don't Miss
১৭১ টাকায় 60GB ডাটা দেবে BSNL
প্রিপেডে একের পর এক ধামাকা অফার নিয়ে আসছে রাষ্ট্রায়াত্ত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। জিও ও এয়ারটেল এর সাথে প্রতিযোগিতায় এক চুল যায়গা ছাড়তে নারাজ তারা। জিওর ১৯৮ টাকা ও এয়ারটেলের ১৯৯ টাকার প্রিপেড প্ল্যানের সাথে প্রতিযোগিতায় এবার নতুন ১৭১ টাকার প্ল্যান লঞ্চ করল BSNL।
টেলিকম টক ওয়েবসাইটে এক রিপোর্টে জানানো হয়েছে ১৭১ টাকার নতুন প্রিপেড প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2GB করে 2G/3G ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল ও রোজ ১০০ টি SMS এর সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে হোম ও রোমিং নেটওয়ার্কে ফ্রি ভিয়েস কল করা যাবে। BSNL এর অন্যান্য প্রিপেড প্ল্যানে দিল্লি ও মুম্বাই সার্কেলে বিনামূল্যে রোমিং কল করা না গেলেও নতুন ১৭১ টাকার প্রিপেড প্ল্যান থেক্লে দেশের অন্য সব সার্কেলের সাথেই দিল্লি ও মুম্বাই সার্কেলেও রোমিং কল করা যাবে। BSNL এর নতুন এই প্ল্যানে ভ্যালিডিটি ৩০ দিন। এর ফলে গ্রাহকরা ১৭১ টাকায় মোট 60GB ডাটা ব্যবহার করতে পারবেন। আপাতত শুধুমাত্র অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলে এই প্ল্যান লঞ্চ করা হয়েছে।
জিওর ১৯৮ টাকার প্ল্যানের সাথে বাজারে কড়া প্রতিযোগিতায় নামবে এই প্ল্যান। জিওর ১৯৮ টাকার প্ল্যানে প্রতিদিন 2GB ডাটা পাওয়া যায়। এর সাথেই ১৯৮ টাকার প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কল ও রোজ ১০০ টি SMS ব্যবহার করতে পারেন। জিওর ১৯৮ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
একই দামে ভারতের এক নম্বর নেটওয়ার্ক এয়ারটেলের ১৯৯ টাকার প্ল্যান বাজারে রয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.4GB ডাটা পাবেন। এর সাথেই আনলিমিটেড কল ও রোজ ১০০ টি SMS ব্যবহার করতে পারেন। এয়ারটেলের ১৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
তবে জিও ও এয়ারতেলের 4G নেটওয়ার্ক দেশের সব প্রান্তে পাওয়া যাবে। অন্যদিকে শুধুমাত্র কেরালায় BSNL-এর 4G নেটওয়ার্ক রয়েছে। তবে BSNL-এর ১৭১ টাকার প্ল্যানের আনলিমিটেড কল অফারে কোন দৈনিক বা সাপ্তাহিক লিমিট থাকবে না।
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790