Just In
Don't Miss
অফারের বন্যা, এবার পোস্টপেডে নতুন প্ল্যান নিয়ে হাজির BSNL
বেসরকারী কোম্পানিগুলির সাথে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে একের পর এক নতুন প্ল্যান লঞ্চ করছে রাষ্ট্রায়াত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল। গত সপ্তাহে একাধিক প্ল্যান নিয়ে এসেছিল কোম্পানিটি। এবার পোস্টপেডে আকর্ষনীয় প্ল্যান নিয়ে হাজির বিএসএনএল।
পোস্টপেডে বাম্পার অফার লঞ্চ করেছে বিএসএনএল।নতুন এই প্ল্যানে মাসে ২৯৯ টাকা খর হবে। নতুন ২৯৯ টাকার প্ল্যানে গ্রাহক মাসে 31GB ডাটা ব্যবহার করতে পারবেন। এই ডাটা শেষ হয়ে গেলে স্পিড কমে 80 kbps হয়ে যাবে।
31GB ডাটার সাথেই ২৯৯ টাকার প্ল্যানে বিএসএনএল পোস্টপেড গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলের সুবিধা। আর রোজ ১০০ টি SMS। তবে এয়ারটেল বা ভোডাফোনের মতো বিএসএনএল এর পোস্টপেড প্ল্যানে ডাটা রোল ওভারের সুবিধা নেই।
ভোডাফোনের ২৯৯ পোস্টপেড প্ল্যানে মাসে 20GB ডাটা পাওয়া যাবে। 200GB পর্যন্ত ডাটা রোল ওভারের সুবিধা থাকবে। তবে এই প্ল্যানে কোম্পানির অন্যান্য প্ল্যানের মতো Amazon Prime ও Netflix এর সাবস্ক্রিপশান পাওয়া যাবে না। তবে এই প্ল্যানে বিনামূল্যে আনলিমিটেড ভভয়েস কল ও প্রদিন ১০০ টি SMS করা যাবে।
জিও গ্রাহকরা ১৯৯ টাকা প্ল্যানে মাসে 25GB ডাটা, আনলিমিটেড কল ও রোজ ১০০ টি SMS পাবেন। তবে আগের মাসের ব্যবহার না করা ডাটা সম্পর্কে কোন মন্তব্য করেনি জিও। এর সাথেই এই প্যাকে প্রি অ্যাক্টিভেটেড ইন্টারন্যাশান রোমিং পাওয়া যাবে। কোম্পানির সব প্রিমিয়াম অ্যাপের সাবস্ক্রিপশান বিনামূল্যে পাবেন গ্রাহকরা।
প্রসঙ্গত আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলে বিএসএনএল এর 4G পরিষেবা রয়েছে। সারা দেশে 3G পষেবার আটকে রয়েছে রাষ্ট্রায়াত্ব সংস্থাটি। তাই পোস্টপেড প্ল্যানে অনেক ডাটা পাওয়া গেলেও কেরালার গ্রাহক ছাড়া 4G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন না।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190