১০,০০০ টাকার কমে সেরা স্মার্টটিভি গুলি দেখে নিন

By Gizbot Bureau
|

আজকাল প্রায় প্রতি ঘরেই স্মার্ট টিভি দেখা যায়। চাহিদা বাড়ায় বিগত কয়েক বছরে স্মার্ট টিভির দাম অনেকটাই কমেছে। একদিনে যেমন লাখ টাকার বেশি দামে স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে অন্যদিকে বাজেট সেগমেন্টে ১০,০০০ টাকার কম দামে রয়েছে একগুচ্ছ দুর্দান্ত প্রোডাক্ট। প্যানাসনিক, কোডাক, ক্রোমা, মাইক্রোম্যাক্স সহ একাধিক জনপ্রিয় কোম্পানির স্মার্ট টিভি খুব কম দামেই কেনা যাবে। দেখে নিন এমনই কিছু টিভি।

কোডাক ৩২ ইঞ্চি এলইডি এইচডি রেডি টিভি

কোডাক ৩২ ইঞ্চি এলইডি এইচডি রেডি টিভি

এই টিভিতে নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টার সহ একাধিক অ্যাপ চালানো যাবে। ১০,০০০ টাকার কম দামের এই টিভিতে রয়েছে অ্যানড্রয়েড টিভি ইউজার ইন্টারফেস। থাকছে ২০ ওয়াটের সাউন্ড আউটপুট।

সানিও ২৪ ইঞ্চি এলইডি ফুল এইচডি টিভি

সানিও ২৪ ইঞ্চি এলইডি ফুল এইচডি টিভি

ভারতে স্মার্ট টিভির দুনিয়ায় অন্যতম জনপ্রিয় নাম সানিও। ১০,০০০ টাকার কম দামে টিভি কেনার পরিকল্পনা থাকলে এই টিভিতে দুর্দান্ত ফিচার মিলবে। যদিও তুলনামূলক ছোট ডিসপ্লের এই টিভিতে থাকছে ২৪ ইঞ্চি ডিসপ্লে।

কেভিন ৩২ ইঞ্চি এলইডি এইচডি রেডি টিভি
 

কেভিন ৩২ ইঞ্চি এলইডি এইচডি রেডি টিভি

বাজেট সেগমেন্টে অন্যতম জনপ্রিয় এই টিভিতে থাকছে ৬০ হার্জ রিফ্রেশ রেট একটি ডিসপ্লে। এই ডিসপ্লেতে ১৭৮ ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যাবে।

সানিও ৩২ ইঞ্চি এলইডি এইচডি রেডি টিভি

সানিও ৩২ ইঞ্চি এলইডি এইচডি রেডি টিভি

সানিও ব্র্যান্ডের ৩২ ইঞ্চি টিভি কিনতেও ১০,০০০ টাকার কম খরচ হবে। এই টিভিতে ২৪ ইঞ্চির বদলে একটি ৩২ ইঞ্চি ডিসপ্লে দিচ্ছে কোম্পানি।

ক্রোমা ৩২ ইঞ্চি এলইডি এইচডি রেডি টিভি

ক্রোমা ৩২ ইঞ্চি এলইডি এইচডি রেডি টিভি

এছাড়াও দেখে নিতে পারেন ক্রোমা এলইডি এইচডি রেডি টিভি। এই টিভিতে রয়েছে একটি ৩২ ইঞ্চি ডিসপ্লে। থাকছে ২০ ওয়াট ডুয়াল স্পিকার।

প্যানাসনিক ভিয়েরা ২২ ইঞ্চি ফুল এইচডি টিভি

প্যানাসনিক ভিয়েরা ২২ ইঞ্চি ফুল এইচডি টিভি

২২ ইঞ্চি ডিসপ্লের এই টিভিতে ফুল এইচডি রেজোলিউশন পাবেন। যা এই দামের অন্য টিভিগুলির থেকে এই টিভিকে এগিয়ে রাখবে। থাকছে একটি ২২ ইঞ্চি ডিসপ্লে।

ক্রোমা ২৪ ইঞ্চি এলইডি এইচডি রেডি টিভি

ক্রোমা ২৪ ইঞ্চি এলইডি এইচডি রেডি টিভি

এই টিভিতে রয়েছে একটি ২৪ ইঞ্চি এইচডি রেডি ডিসপ্লে। টিভিতে রয়েছে বিল্ট ইন গেম। এছাড়াও ভালো ছবির জন্য বিভিন্ন মোড দিয়েছে কোম্পানি।

Best Mobiles in India

English summary
However, there are some good smart TVs and LED TVs under Rs. 10,000. They fall under the budget and still offer some of the best features. Here are some of the smart LED TVs to check from brands like Panasonic, Kodak, Croma, Micromax, and more.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X