কুড়ি হাজারে বাজারের সেরা পাঁচটি LED TV

By GizBot Bureau
|

কত কয়েক বছরে LED টিভির দাম বিপুল হারে কমেছে। বড় কোম্পানিগুলি ছাড়াও বাজারে একাধিক নতুন কোম্পানি LED টিভি লঞ্চ করেছে। বিশেষ করে গত ছয় মাসে ভারতে অনেকগুলি নতুন LED স্মার্টটিভি লঞ্চ হয়েছে। বিভিন্ন দামে এই টিভিগুলি এই দেশে বাজারে লঞ্চ হয়েছে। এই প্রতিবেদনে আমরা সম্প্রতি লঞ্চ হওয়া স্মার্টটিভিগুলির মধ্যে 20,000 টাকার কম দামের টিভিগুলিতে চোখ বুলিয়ে নেব।

iFFALCON by TCL LED Smart TV 40-ইঞ্চি

iFFALCON by TCL LED Smart TV 40-ইঞ্চি

দাম - ১৯,৯৯৯ টাকা

শুধুমাত্র ফ্লিপকার্টেই এই টিভি কিনতে পাওয়া যাচ্ছে। এছাড়াও পুরনো টিভি এক্সচেঞ্জ করে অতিরিক্ত পাঁচ হাজার টাকার ছাড় পাওয়া যাবে। Full HD (1920x1080 পিক্সেলস) এই টিভির রিফ্রেশ রেট 60 Hz। কানেক্টিভিটির জন্য iFFALCON 40 ইঞ্চিতে রয়েছে তিনটি HDMI পোর্ট আর দুটি USB পোর্ট। এই টিভির সফটওয়ারে 500 টি অ্যাপ এর সাথেই রয়েছে ভিডিও অন ডিমান্ড, গেমস, ফটো শেয়ারিং এর মতো আকর্ষনীয় কিছু ফিচার। শরু বেজেলের এই টিভিতে ডলবি অডিও।

Thomson LED Smart TV B9 40-ইঞ্চি

Thomson LED Smart TV B9 40-ইঞ্চি

দাম - ১৮,৯৯৯ টাকা

এই টিভিও শুধুমাত্র ফ্লিপকার্টে কেনা যাবে। এছাড়াও পুরনো টিভি এক্সচেঞ্জ করে অতিরিক্ত পাঁচ হাজার টাকার ছাড় পাওয়া যাবে। iFFALCON 40 ইঞ্চি-এর মতোই Full HD (1920x1080 পিক্সেলস) এই টিভির রিফ্রেশ রেট 60 Hz। কানেক্টিভিটির জন্য এই টিভিতে রয়েছে তিনটি HDMI পোর্ট আর দুটি USB পোর্ট। এর সাথেই রয়েছে বিল্ট ইন Wifi। Miracast এর মাধ্যমে এই টিভিতে ফোন বা ট্যাবলেটের স্ক্রিন মিরার করা সম্ভব। এছাড়াও YouTube, Netflix এর মতো অ্যাপ প্রি ইন্সটলড থাকবে Thomson LED Smart TV-তে।

Vu LED Smart TV LED40K16 39-ইঞ্চি

Vu LED Smart TV LED40K16 39-ইঞ্চি

দাম - ১৮,৯৯৯ টাকা

কুড়ি হাজারের নীচে অন্যতমে জনপ্রিয় টিভি এটি। এই টিভিতে একটি ৩৯ ইঞ্চি Full HD (1920x1080 পিক্সেলস) IPS প্যানেল রয়েছে। এই টিভির রিফ্রেশ রেট 60 Hz। Vu LED Smart TV LED40K16 এ একটি কোয়াড-কোর প্রসেসার রয়েছে। এছাড়াও এই টিভিতেও YouTube, Netflix এর মতো অ্যাপ প্রি ইন্সটলড থাকবে। কানেক্টিভিটির জন্য এই টিভিতে রয়েছে তিনটি HDMI পোর্ট আর দুটি USB পোর্ট।

Xiaomi Mi LED Smart TV 4A 32-ইঞ্চি

Xiaomi Mi LED Smart TV 4A 32-ইঞ্চি

দাম - ১৩,৯৯৯ টাকা

Xiaomi Mi LED Smart TV 4A 32-ইঞ্চি টিভিতে একটি 1366x768 পিক্সেলের ডিসপ্লে রয়েছে। এই টিভিতে রয়েছে কোম্পানির নিজস্ব PatchWall ইন্টারফেস। এই টিভিতে রয়েছে একটি Cortex-A53 প্রসেসার আর 1GB RAM। এর সাথেই Xiaomi Mi LED Smart TV 4A 32-ইঞ্চি টিভিতে 8GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। এই টিভিতে থাকছে তিনটি HDMI পোর্ট, দুটি USB পোর্ট, ইথারনেট ও S/PDIF পোর্ট।

Mitashi Curved LED Smart TV 31.5-ইঞ্চি

বাকি কবকটি টীভির ডিসপ্লে ফ্ল্যাট হলেও এই টিভির ডিসপ্লেটি কার্ভড। এই টিভিতে 1366x768 পিক্সেলস রেসোলিউশানের সাথেই 60 Hz রিফ্রেশ রেট থাকছে। টিভির নিজস্ব অ্যাপ এর মাধ্যমে স্মার্টফোনকে টিভির রিমোট কন্ট্রোলের মতো ব্যবহার করা সম্ভব। কানেক্টিভিটির জন্য Mitashi Curved LED Smart TV 31.5-ইঞ্চি টিভিতে থাকবে দুটি HDMI পোর্ট আর দুটি USB পোর্ট।

Best Mobiles in India

Read more about:
English summary
we will walk you through some of the best Smart TV options you can consider in a modest budget of Rs 20,000.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X