দেখে নিন আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাকে সঠিক স্পিড দিচ্ছে তো?

আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাকে সঠিক স্পিড দিচ্ছে কিনা দেখে নেবেন এই ভাবে।

|

গ কয়েক বছরে ভারতে ইন্টারনেট স্পিডে আমুল পরিবর্তন এসেছে। কয়েক বছর আগেও ইন্টারনেটের এতো স্পিড কল্পনা করা যেতো না। দেশের বিভিন্ন শহরে 4G LTE তে 5 থেকে 12Mbps স্পিড পাওয়া সম্ভব হচ্ছে। অন্যদিকে সম্প্রতি ডেস্কটপ মোডেমের মাধ্যমে 50-150Mbps স্পিড পাওয়া যাচ্ছে।

দেখে নিন আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাকে সঠিক স্পিড দিচ্ছে ত

কিন্তু আপনি যে স্পিডের জন্য টাকা দিচ্ছেন সেই স্পিড আপনি পাচ্ছেন কিনা জানার অনেক উপায় আছে। যদি না জানেন তাহলে পড়তে থাকুন এই প্রতিবেদন।

আপনার ইন্টারনেটের স্পিড চেক করার আগে জেনে নেওয়া দরকার ঠিক কি কারনে স্লো হতে পারে আপনার কানেসশান স্পিড।

হার্ডোয়ারের সমস্যা: আপনি যদি পুরনো রাউটার ব্যাবহার করেন তাহলে নতুন ইন্টারনেট স্পিডের সাথে তাল মিলিয়ে উঠতে পারে না। সেই কারনে স্লো হতে পারে আপনার ইন্টারনেট।

রাউটার থেকে দূরত্ব:
রাউটার তগেকে যতো কাছে থাকবেন ততো বেশি হবে আপনার ইন্টারনেটের স্পিড।

অত্যাধিক ভিড়: এক সাথে একাধিক লোক একই ইন্টারনেট ব্যাবহার করলে ইণ্টারনেটের স্পিড স্লো হয়ে যায়।

থ্রটলিং: কখন আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কিছু সার্ভিসের স্পিড সার্ভার থেকে কমিয়ে দেয়। সেই কারনেও স্লো হতে পারে আপনার ইন্টারনেট।

এবার দেখে নেওয়া যাক কিভাবে চেক করবেন আপনার ইন্টারনেট স্পিড।

Speedtest.net

Speedtest.net

আপনার ইন্টারনেটের স্পিড চেক করার সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট Speedtest.net। এই ওয়েবসাইট খুলে 'বিগিন টেস্ট' -এ ক্লিক করলেই আপনি আপনার ইন্টারনেটের স্পিড জেনে জাবেন। এছাড়াও ডাউনলোড করতে পারেন কোম্পানির App।

ZDNet Speed Test

ZDNet Speed Test

এই সাইটের মাধ্যমেও দেখে নিতে পারবেন আপনার ইন্টারনেট স্পিড। নিজের ইন্টারনেট স্পিড ছাড়াও এই সাইটে দেখে নিতে পাতবেন বিভিন্ন দেশের ইন্টারনেট স্পিডের পরিসংখ্যান।

ভারতে সেরা Samsung ফোনগুলির EMI অফারের হদিশভারতে সেরা Samsung ফোনগুলির EMI অফারের হদিশ

Speedof.Me
 

Speedof.Me

এই সাইটের মাধ্যমে আপনি যেমন দেখে নিতে পারবেন আপনার ইন্টারনেটের স্পিড, একই সাথে আপনি দেখে নিতে পারব্বন বিভিন্ন সময়ে কেমন থাকে আপনার ইন্টারনেটের স্পিড।

Best Mobiles in India

Read more about:
English summary
These days, there is an increase in the Internet Service provider advertising their speeds we can never imagine, a few years ago. Well, today we will suggest you some tool on how to check your Internet connections.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X