ইন্টারনেট কানেকশন ছাড়াই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স জানবেন কীভাবে?

By Gizbot Bureau
|

আগে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স জানার জন্য অনেক কাঠখড় পোড়াতে হলেও এখন বাড়ি বসেই করা যায় এই কাজ। সম্প্রতি প্রভিডেন্ট ফান্ড ডিপোজিটে ৮.৫ শতাংশ সুদের হার দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

ইন্টারনেট কানেকশন ছাড়াই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স জানবেন

কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে ২০২০-২১ অর্থ বর্ষে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা পড়া সব রাশিতে ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। সম্প্রতি ট্যুইটারে এই ঘোষণা করেছে অর্থমন্ত্রক।

এই ভালো খবরের সঙ্গেই এখন যে সব ব্যক্তি প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পান সকলেই মোবাইল থেকে ইন্টারনেট কানেকশন ছাড়া ব্যালেন্স জেনে নিতে পারবেন। তবে চাইলে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে ইপিএফও ওয়েবসাইট থেকেও জানা যাবে ব্যালেন্স। তবে ইন্টারনেট কানেকশন ছারাই কীভাবে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স জানবেন? দেখে নিন।

এসএমএস ও মিসড কলের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স জানার উপায়

০৭৭৩৮২৯৯৮৯৯ অথবা ০১১-২২৯০১৪০৬ নম্বর ডায়াল করে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স জানা যাবে।

EPFOHO UAN LAN লিখে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে এসএমএস পাঠিয়েও জানা যাবে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স।

এছাড়াও রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ০১১-২২৯০১৪০৬ নম্বরে মিসড কল দিয়ে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স জানা যাবে।

এছাড়াও চাইলে অনলাইনে দেখে নিতে পারবেন প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স। এই জন্য আপনাকে ইপিএফও ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এর পরে "আওয়ার সার্ভিসেস” অপশন সিলেক্ট করে "এমপ্লইজ” সিলেক্ট করুন। এর পরে "সার্ভিসেস” ট্যাবের অধীনে "মেম্বার পাসবুক” অপশন সিলেক্ট করতে হবে। পাসবুক ওয়েবসাইট ওপেন হলে নিজের ইউজারনেম ও পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে দেখে নেওয়া যাবে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স।

Best Mobiles in India

Read more about:
English summary
Check PF Balance: Steps To Check PF Balance Even Without Internet

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X