হোয়াটসঅ্যাপে পাকিস্তান বিরোধী মেসেজের সত্যতা যাচাই করবেন কীভাবে?

By Gizbot Bureau
|

মানুষের আবেগের সুযোগ নিয়ে অনেক সময় দুষ্কৃতিরা ভুয়ো খবর প্রচার করে নিজেদের মুলাফা লোটার চেষ্টা করেন। এই মুহুর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চরমে। তাই অনেকেই পাকিস্তান বিরোধী ভুয়ো খবর রটিয়ে নিজেদের আখের গুছিয়ে নিতে চেষ্টা করছেন। এই ধরনের ভুয়ো খবর রটানোর অন্যতম প্রধান প্ল্যান্টফর্ম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে পাঠানো যে কোন মেসেজ চোখ বন্দ করে বিশ্বাস না করে সত্যতা যাচাই করুন। কিন্তু কীভাবে যাচাই করবেন? জেনে নিন।

হোয়াটসঅ্যাপে পাকিস্তান বিরোধী মেসেজের সত্যতা যাচাই করবেন কীভাবে?

১। হোয়াটসঅ্যাপে যে মেসেজ পড়লে আপনার রাগ হয় অথবা বিরক্তি হয় সেই মেসেজের সত্যতা যাচাই করুন।

২। হোয়াটসঅ্যাপে কোন মেসেজ ফরওয়ার্ড করলে তার উপরে সব সময় 'Forward’ শব্দটি লেখা থাকে। এই ধরনের খবর ভুয়ো হওয়ার সম্ভাবনা বেশি হয়। ফরওয়ার্ড করা মেসেজের সত্যতা গুগল সার্চ করে জেনে নিতে পারবেন।

৩। হোয়াটসঅ্যাপ মেসেজে পাঠানো কোন তথ্য অবিশ্বাস্য মনে হলে তা নিজে যাচাই করে নিন।

৪। অন্য মেসেজের থেকে আলাদা দেখতে হলে সেই মেসেজ আলাদা করে যাচাই করুন। এই ধরনের ভুয়ো খবরে অনেক বানান ও ব্যাকরনে ভুল থাকে। হোয়াটসঅ্যাপ মেসেজে এই ধরনের সমস্যা চোখে পড়লে সাবধান হোন।

৫। হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি ও ভিডিও ভালো করে যাচাই করুন। অনেক সময় কম্পিউটারে এডিট করে অনেক ছবি হোয়াটসঅ্যাপে ছড়ানো হয়। মানুষ্কে বিভ্রান্ত করার জন্য এই কাজ করেন দুষ্কৃতিরা। তাই ছবি ও ভিডিও দেখে চোখ বন্ধ করে বিশ্বাস করা বন্ধ করুন।

৬। হোয়াটসঅ্যাপে পাঠানো কোনও লিঙ্কে ক্লিক ক্রবেন না। এই ধরনের লিঙ্কে সাধারনত ভাইরাস ও ম্যালওয়্যার থাকে। যা আপনার ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার কাজে ব্যবহার হয়। যা ব্যবহার করে পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হাতইয়ে নিতে পারেন দুশজকৃতিরা।

৭। যে কোন খবর ইন্টারনেটে অন্য সূত্র মারফৎ যাচাই কতুন। ইন্টারনেটে সব খবর পাওয়া সম্ভব। যে কোনও খবরে সন্দেহ হলে তা গুগল সার্চ করুন।

Best Mobiles in India

Read more about:
English summary
Here are some tips to help you know if a message shared on WhatsApp is real or fake.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X